ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মুশফিকের দুর্দান্ত সেঞ্চুরিতে দলের রেকর্ড স্কোর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৯, ২০ মার্চ ২০২৩ | আপডেট: ১৮:১৩, ২০ মার্চ ২০২৩

Ekushey Television Ltd.

মুশফিকের দূর্দান্ত সেঞ্চুরিতে শেষ হল বাংলাদেশের ব্যাটিং ইনিংস। ৬ উকেটে ৩৪৯ রান করেছে বাংলাদেশ। ৩৫০ রানের টার্গেটে রয়েছে আয়ারল্যান্ড। 

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচেই সিরিজ জয়ের আশা নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ দল। শুরুতে টস হেরে ব্যাট ধরতে হলেও হতাশ করেনি টাইগাররা। বড়সড় টার্গেট দিয়েছে আইরিশদের। 

ব্যাটিংয়ের শুরুতে তামিমের বিদায়ের পর চাপ সামলে দলকে সামনে এগিয়ে নিচ্ছিলেন লিটন-শান্ত। দুজনের জুটির পঞ্চাশের পর দলীয় একশ' ছাড়ায় স্বাগতিকরা। ২১তম ওভারে হামফ্রিসকে ছক্কা মেরে ফিফটি পূর্ণ করেন লিটন। মাইলফলকে যেতে লিটনের লেগেছে ৫৪ বল। একই সঙ্গে পূরণ করেছেন ওয়ানডে ক্যারিয়ারের ২ হাজার রান। আয়ারল্যান্ডের বিপক্ষে এই ম্যাচে লিটন ছাড়াও মাইলফলক স্পর্শ করেছেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল। 

লিটনের বিদায়ের পর শান্তর সঙ্গে হাল ধরেন সাকিব। যদিও ১৯ বলে মাত্র ১৭ রান করেই ক্যাচ আউট হন তিনি। এরপর শান্তর সঙ্গে ব্যাটিং হাল ধরেন হৃদয়। 

সেঞ্চুরির আশা জাগিয়ে শেষ পর্যন্ত আউট হয়ে যান শান্ত। তবে দলের জন্য রেখে যান একটি বড় স্কোর। 

শান্তর জায়গায় ব্যাটিং হাল ধরেছেন মুশফিক। শেষ পর্যন্ত টিকে ছিলেন তিনি। শুধু তাই নয়, বাংলাদেশের খেলোয়ারদের মধ্যে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন তিনি। মাত্র ৬০ বলে করেন সেঞ্চুরি। 

ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। সিলেটে টস জিতে এদিনও ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন আয়ারল্যান্ড দলপতি আন্দ্রে বালবার্নি।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি