মুশফিকের পর মিঠুনেরও হাফ সেঞ্চুরি
প্রকাশিত : ১৯:৪৮, ২৬ সেপ্টেম্বর ২০১৮
পরপর তিন উইকেট হারিয়ে শঙ্কটাপন্ন বাংলাদেশের হাল ধরেছেন মুশফিকুর রহিম ও মোহাম্মদ মিঠুন। মুশফিকুর রহিমের হাফ সেঞ্চুরির পর এবার হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন মোহাম্মদ মিঠুন। দলীয় ১২ রানে তিন উইকেট হারিয়ে যখন বাংলাদেশ খাদের কিনারে দাঁড়িয়ে তখনই দলকে বড় সংগ্রহ এনে দিচ্ছেন মিঠুন ও মুশফিক।
শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ১৩৬ রান। মুশফিকুর রহিম ৬৮ রানে ব্যাট করছেন। অন্যদিকে মিঠুন ব্যাট করছেন ৫১ রানে। ইনিংসের পাঁচ ওভারের মধ্যেই টপঅর্ডারের তিন ব্যাটসম্যানকে হারিয়ে বিপদে পড়ে গিয়েছিল বাংলাদেশ দল। সেখান থেকে চতুর্থ উইকেট জুটিতে প্রাথমিক বিপর্যয় সামাল দিচ্ছেন মুশফিকুর রহিম ও মোহাম্মদ মিঠুন। দুজনের অবিচ্ছিন্ন জুটিতে ইনিংসের ১৫তম ওভারে দলীয় পঞ্চাশ পূরণ করে বাংলাদেশ । সবশেষে দলীয় শতক পার করে ২৬ তম ওভারে। শেষ খবর পাওয়া পর্যন্ত দলীয় সংগ্রহ দাঁড়িয়েছে ৩ উইকেটে ১১৫ রান।
পঞ্চম ওভারের দ্বিতীয় বলে লিটন কুমার দাস ফিরে যাওয়ার পরে জুটি বাঁধেন মোহাম্মদ মিঠুন ও মুশফিকুর রহিম। এ প্রতিবেদন লেখা পর্যন্ত দুজন মিলে অবিচ্ছিন্ন জুটিতে ১২৪ রান যোগ করেছেন।
টিএ/ এমজে