ঢাকা, বুধবার   ০১ জানুয়ারি ২০২৫

মুশফিকের বীরত্বে টাইগারদের স্মরণীয় জয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৪১, ১০ মার্চ ২০১৮ | আপডেট: ১৩:৩২, ১২ মার্চ ২০১৮

সব জল্পনার কল্পনার অবসান ঘটিয়ে নিদাহাস ট্রফিতে ফাইনালে খেলার স্বপ্ন জিইয়ে রাখলো টাইগাররা। লঙ্কানদের পাহাড় সম টার্গেট টপকে ৫ উইকেটের জয় তুলে নিয়েছে মুশফিক বাহিনী। 

২১৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে লিটন দাস ও তামিম ইকবালের ঝড়ো ইনিংসের পর মুশফিকুর রহিমের ঝলমলে এক ইনিংসে ভর করে জয় ঐতিহাসিক জয় পায় টাইগাররা। 

এর আগে নিদাহাস ট্রফিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ভালোই জবাব দেয় টাইগার বাহিনী। দুই উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল ও লিটন দাসের ব্যাটিংয়ে প্রথম অর্ধশত পায় বাংলাদেশ। তামিম ইকবাল ২৯ বলে ৪৭  রান তুলে নিয়েছেন। অপরদিকে ১৫ বলে ৩৪ রানে তাকে সঙ্গ দিচ্ছে লিটন দাস।

এর আগে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টজে জিতে স্বাগতিক শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ের  আমন্ত্রণ জানায় বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২১৪ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা।

উদ্বোধনী ব্যাটসম্যানের কল্যাণে দারুণভাকে ব্যাটিং শুরু লঙ্কানরা। উদ্বোধনী জুটিতে দুই লঙ্কান ওপেনার ধনুস্কা গুনাথিলাকা ও কুশল মেন্ডিস  গড়েছেন  ৫৬ রান। পঞ্চম ওভারে মুস্তাফিজের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরেন গুনাথিলাকা। এরপর দ্বিতীয় উইকেটে ৮৫ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের পথে এগিয়ে দেন দুই কুশল মেন্ডিস ও পেরেরা। ১৪তম ওভারে কুশল মেন্ডিস ফিরে যান ৫৭ রান করে। তবে কুশল পেরেরা শেষ ওভারে আউট হওয়ার আগে খেলেছেন ৪৮ বলে ৭৪ রানের বিধ্বংসী এক ইনিংস। আর শেষপর্যায়ে উপুল থারাঙ্গার ব্যাট থেকে এসেছে ১৫ বলে ৩২ রান।

বাংলাদেশের পক্ষে তিন উইকেট পেয়েছেন মুস্তাফিজুর রহমান। দুটি উইকেট পয়েছেন  অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

স্বাগতিকদের বিপক্ষে তাদের মাঠে বছর খানেক আগে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। মাশরাফি বিন মর্তুজার বিদায়ী সেই ম্যাচে শেষ টি-টোয়েন্টিটাতে স্বাগতিকদের পরাজিত করেছিল অতিথিরা।

এর আগে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে ৬ উইকোটে হারে বাংলাদেশ দল। আজকের ম্যাচটি বাংলাদেশের জন্য ভাগ্য নির্ধারণের ম্যাচ।

টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি