ঢাকা, শনিবার   ২১ সেপ্টেম্বর ২০২৪

মুসলিম বিদ্বেষী চিঠি এবার রুশনারা-রূপার ঠিকানায়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১০, ১৪ মার্চ ২০১৮

সম্প্রতি যুক্তরাজ্যের বিভিন্ন ঠিকানায় মুসলিম সম্প্রদায়ের লোকদের ওপর হামলার আহ্বান জানিয়ে বেনামি চিঠি বিলি হচ্ছে। সেই চিঠি এবার পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত দুই এমপি রূশনারা আলী ও রূপা হকসহ চারজন মুসলিম এমপি। পুলিশ বেশ গুরুত্বের সঙ্গে অভিযোগগুলো তদন্ত করছে বলে জানালেও কে বা কারা এসব চিঠি প্রেরণ করছে তার হদিস মেলেনি এখনও।

ওই চিঠিতে, আগামী ৩ এপ্রিলকে মুসলিমদের শাস্তি দেওয়ার দিবস হিসেবে পালনের আহ্বান জানানো হয়। শুধু তাই নয়, মুসলিমদের ওপর সম্ভাব্য বহু রকম হামলার তালিকাও বাতলে দেওয়া হয়েছে এতে। নারীদের হিজাব টেনে খুলে ফেলা, গালাগাল দেওয়া, শারীরিক আঘাত এমনকি অ্যাসিড ছুড়ে মারার কথাও উল্লেখ আছে ওই চিঠিতে। হামলার ধরন বেঁধে হামলাকারী বিভিন্ন পয়েন্ট অর্জন করতে পারেন। দেশের বিভিন্ন শহর থেকে একই রকম চিঠি পাওয়া যাচ্ছে বলে জানা গেছে।

জানা গেছে, ২৪ ঘণ্টার ব্যবধানে চারজন মুসলিম এমপি তাদের সংসদীয় কার্যালয়ে ওই চিঠি পেয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রূপা হকের সংসদীয় কার্যালয়ে একটি পার্সেল পৌঁছায়। এতে ওই চিঠির সঙ্গে এক ধরনের আঠালো তরল পদার্থ ছিল। পুলিশ জানায়, পারসেলের ওই তরল অস্বাস্থ্যকর তবে বিষাক্ত নয়। এর আগে গত সোমবার বাংলাদেশি বংশোদ্ভূত আরেক এমপি রুশনারা আলী একই ধরনের পার্সেল পেয়েছেন। একই ধরনের পার্সেল পাওয়া অপর দুই এমপি হলেন বেডফোর্ড আসনের মোহাম্মদ ইয়াসিন এবং ম্যানচেস্টার গর্টন আসনের আফজল খান। এরা চারজনই বিরোধী দল লেবার পার্টির এমপি।

লন্ডনের ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাকটন আসনের এমপি রূপা হক বলেন, এমন পার্সেল পাঠানোর বিষয়টি সত্যিই জঘন্য।

মুসলিম সম্প্রদায়ের নেতৃবৃন্দ বলছেন, বিদ্বেষপূর্ণ এই চিঠি প্রেরণের ফলে মুসলিম সম্প্রদায় আতঙ্কিত।

সূত্র: বিবিসি

একে// এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি