ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

মূলধারার শিশুর চেয়ে ভাবনা-কল্পনা আর কাজে পিছিয়ে নেই বিশেষ বুদ্ধিসম্পন্ন শিশুরা

প্রকাশিত : ২২:১৯, ২ মার্চ ২০১৬ | আপডেট: ২২:২০, ২ মার্চ ২০১৬

মূলধারার শিশুর চেয়ে ভাবনা-কল্পনা আর কাজে পিছিয়ে নেই বিশেষ বুদ্ধিসম্পন্ন শিশুরা। এমনটাই প্রমাণ হলো আবারও। রাজধানীর একটি হোটেলে অটিস্টিক শিশুদের সাথে অন্যরকম সময় কাটালেন শ্রীলঙ্কার জাতীয় ক্রিকেট দলের খেলোয়াররা। তারা জানালেন, সঠিক পরিচর্যা আর দিক নির্দেশনায় এসব শিশুও হয়ে উঠতে পারে জাতীয় সম্পদ। austinকে বলবে, সুরেলা কন্ঠের এই শিশুটি অটিস্টিক ? কেবল গান নয়, কবিতা-নাচেও পারদর্শী সে। এদের কাছেই এসেছিলো এশিয়া কাপে খেলা শ্রীলঙ্কা ক্রিকেট দল। উৎসাহ দেয়ার চেয়ে তারা যেনো বেশি নিয়ে গেলেন প্রতিভাময় আর সম্ভাবনার এসব শিশুর কাছ থেকে। এই শিশুদের আবেগ আর ভালবাসায় সিক্ত শ্রীলংকার ক্রিকেটাররা। জানালেন সত্যিকারের মেধাবী এরাই। তারা মনে করেন, এই শিশুদের পরিপূর্ণ বিকাশে সবার মনোযোগ দরকার। শ্রীলংকা-বাংলাদেশ ফ্রেন্ডশিপ ক্রিকেট অ্যাসোসিয়েশনের এই আয়োজনে ছিলেন শ্রীলংকার ক্রীড়ামন্ত্রী ও দুতাবাস কর্মকর্তাসহ দুই দেশের ক্রিকেট বোর্ডের সংশ্লিষ্টরা। এর পৃষ্ঠপোষকতায় ছিল বিশ্ব শ্রম সংস্থা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি