ঢাকা, শনিবার   ০৪ জানুয়ারি ২০২৫

মৃত্যু বেড়ে ১৬, শনাক্ত কমে ১৫৯৫

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৩, ২২ ফেব্রুয়ারি ২০২২

দেশে এক দিনে করোনাভাইরাসে মৃত্যু দশজনের নিচে নামার পরদিন তা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। করোনায় নতুন ১৬ জনসহ মোট মৃত্যু হয়েছে ২৮ হাজার ৯৯০ জনের। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু বাড়লেও শনাক্তের সংখ্যা কমেছে। নতুন করে ভাইরাসটি শনাক্ত হয়েছে এক হাজার ৫৯৫ জনের শরীরে। মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৩৬ হাজার ৮৩৭ জনে। এর আগের দিন শনাক্ত হয়েছিল ১৯৫১ জন।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ২৩ হাজার ৫৪৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৬.৭৭ শতাংশ। গত এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন আট হাজার ৩৫৭ জন। মোট সুস্থ রোগীর সংখ্যা ১৭ লাখ ৭১ হাজার ৬১৫ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মারা যাওয়া ১৬ জনের মধ্যে পুরুষ সাতজন এবং নারী নয়জন। এর মধ্যে ঢাকা বিভাগের আটজন, চট্টগ্রাম বিভাগের তিনজন, রাজশাহী বিভাগের দুইজন, খুলনা বিভাগের একজন ও সিলেট বিভাগের একজন। ময়মনসিংহ ও বরিশাল বিভাগের করোনায় কেউ মারা যায়নি।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি