মৃত্যু বেড়ে ২৮, শনাক্ত ৫ হাজারের নিচে
প্রকাশিত : ১৭:০৮, ১৩ ফেব্রুয়ারি ২০২২
দেশে করোনাভাইরাসে আরও ২৮ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে চার হাজার ৮৩৮ জনের শরীরে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৫ শতাংশের নিচে নেমেছে। দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৮ হাজার ৮১৯ জনের। আর ভাইরাসটি মোট শনাক্তের সংখ্যা ১৯ লাখ নয় হাজার ৬৬৪ জন।
রোববার (১৩ ফেব্রুয়ারি) বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ৩২ হাজার ৫৭৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৪.৮৫ শতাংশ। গত এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৩ হাজার ৮৫৩ জন। মোট সুস্থ রোগীর সংখ্যা ১৬ লাখ ৭৮ হাজার ৬৫৫ জন।
মারা যাওয়া ২৮ জনের মধ্যে পুরুষ ২০ জন এবং নারী আটজন। এর মধ্যে ঢাকা বিভাগের ১২ জন, চট্টগ্রাম বিভাগের দুইজন, রাজশাহী বিভাগের চারজন, খুলনা বিভাগের ছয়জন, বরিশাল বিভাগের একজন, সিলেট বিভাগের একজন ও রংপুর বিভাগের দুইজন। গত এক দিনে ময়মনসিংহ বিভাগে করোনায় কেউ মারা যাননি।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম মৃত্যুর খবর আসে। গত বছরের ২০ নভেম্বর দেশে প্রথমবারের মতো এবং ৯ ডিসেম্বর দ্বিতীয়বারের মতো করোনায় মৃত্যুহীন দিন দেখে বাংলাদেশ। এছাড়া বাকি সব দিনই মৃত্যু দেখেছে বাংলাদেশ।
করোনাভাইরাসের নতুন ধরন অতি সংক্রামক ওমিক্রনের কারণে গত ডিসেম্বরের শেষ দিক থেকে বাড়তে থাকে শনাক্তের সংখ্যা। শুরুতে মৃত্যুর সংখ্যা কম থাকলেও পরবর্তী সময়ে তাও হু হু করে বাড়তে থাকে। করোনাভাইরাসের এই তৃতীয় ঢেউয়ে এক দিনে ৪৩ জনের মৃত্যু এবং ১৫ হাজারের বেশি শনাক্ত দেখেছে বাংলাদেশ। বিশেষজ্ঞরা জানিয়েছেন, ইতিমধ্যে করোনার তৃতীয় ঢেউয়ের চূড়া পেরিয়েছে বাংলাদেশ। এখন শনাক্ত ও মৃত্যুর সংখ্যা আস্তে আস্তে কমবে বলে ধারণা বিশেষজ্ঞদের।
আরকে//