মৃত্যুদণ্ড নয়, অপরাধীদের গুলি করে মারার নির্দেশ: রদ্রিগো দুতার্তে
প্রকাশিত : ০৮:৫৮, ১৬ মে ২০১৬ | আপডেট: ০৮:৫৮, ১৬ মে ২০১৬
মৃত্যুদণ্ড নয় অপরাধীদের গুলি করে মারার নির্দেশ দিয়েছেন ফিলিপাইনের নব্য নির্বাচিত প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে।
একই সঙ্গে মধ্যরাতে রাস্তায় মদ্যপান এবং কমবয়সীদের চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন তিনি। নির্বাচিত হওয়ার পর জনসাধারণের উদ্দেশ্যে প্রথম সংবাদ সম্মেলনে এসব নির্দেশনা দেন দণ্ডনায়ক হিসেবে পরিচিত এ প্রেসিডেন্ট। এর আগে দেশটির দাভাও শহরে মেয়র হিসেবে দায়িত্ব পালনের সময় অপরাধ নির্মুলে তার আইন সবার আলোচনায় আসে। তার শাসনামলে প্রায় এক হাজার অপরাধী আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে মারা যায়। গেলো বছর মানবাধিকার সংগঠন ‘হিউম্যান রাইট ওয়াচ’ তাকে ‘ডেথ স্কোয়াড মেয়র’ হিসেবে আখ্যায়িত করে।
আরও পড়ুন