ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

মৃত্যুদণ্ড ফিরিয়ে আনার পক্ষে নিজের অবস্থান স্পষ্ট করেছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান

প্রকাশিত : ১২:৫১, ৮ আগস্ট ২০১৬ | আপডেট: ১২:৫১, ৮ আগস্ট ২০১৬

পার্লামেন্টে অনুমোদনের আগেই তুরস্কে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড ফিরিয়ে আনার পক্ষে নিজের অবস্থান স্পষ্ট করেছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। রাজধানী ইস্তাম্বুলে ‘গণতন্ত্র ও শহীদ সমাবেশে’ ১০ লাখেরও বেশি মানুষের সামনে তিনি বলেন, মৃত্যুদন্ডের সাজা ফিরিয়ে আনার ব্যাপারে শিগগিরিই পার্লামেন্টে সিদ্ধান্ত হবে। একইসঙ্গে যুক্তরাষ্ট্রে নির্বাসিত বিতর্কিত ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনের সব সমর্থকদের তুরস্ক থেকে নির্মূল করারও হুশিয়ারি দেন তিনি। সেনা অভ্যুত্থান চেষ্টার প্রতিবাদে আয়োজিত সমাবেশে যোগ দেন বিরোধী দলের নেতারাও।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি