ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক চেয়ারম্যান কামাল উদ্দিন গ্রেপ্তার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৯, ২৫ অক্টোবর ২০২৩ | আপডেট: ১৮:০১, ২৫ অক্টোবর ২০২৩

২০০৬ সালে কেরানীগঞ্জের রোহিতপুর ইউনিয়নের পরিষদের মেম্বর আনোয়ার হোসেনকে হত্যাকাণ্ডের মৃতদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক চেয়ারম্যান কামাল উদ্দিনকে গ্রেফতার করেছে র‌্যাব।

বুধবার সকালে কাওরান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন।

তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিলেটের হবিগঞ্জের নবীগঞ্জ থেকে কামাল উদ্দিনকে গ্রেফতার করা হয়। 

সংবাদ সম্মেলনে র‌্যাব জানায়, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আনোয়ার হোসেনকে হত্যা করে সাবেক চেয়ারম্যান কামাল উদ্দিন। হত্যার পর গা-ডাকা দিতে কামাল উদ্দিন বিদেশে চলে যায়, পরে ১৬ বছর পর বিদেশে থেকে ২০১৯ সালে দেশে ফিরে সিলেটে বিয়ে করে সংসার করছিলেন বলে জানায় র‌্যাব। 

২০০৯ সালে বিচার শেষে ৮ আসামির মধ্যে কামাল উদ্দিনসহ দুইজনকে মৃত্যদণ্ড, ৩ জনকে যাবজ্জীবন ও ৩ জনকে খালাস দেয় আদালত।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেপ্তার করতে র‌্যাব নজরদারী অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় গত রাতে র‌্যাব-১০-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯-এর সহযোগিতায় হবিগঞ্জের নবীগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া কামাল উদ্দীন ইউপি সদস্য আনোয়ার হোসেন হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি