ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মৃত্যুপথযাত্রীদের শেষদিনগুলো শান্তিময় করতে প্যালিয়াটিভ সেবা (ভিডিও)

আউয়াল চৌধুরী

প্রকাশিত : ২১:২৩, ২৮ ডিসেম্বর ২০২২ | আপডেট: ২১:৪০, ২৮ ডিসেম্বর ২০২২

Ekushey Television Ltd.

চিকিৎসা শেষ। মৃত্যুর দিন গুনছেন, এমন রোগীদের শেষ দিনগুলো কাটে নিদারুণ কষ্ট-যন্ত্রণায়। তখন তার জন্য প্রয়োজন হয় সেবা। যাকে চিকিৎসার পরিভাষায় বিশেষ প্যালিয়াটিভ সেবা বলা হয়। সেখানে রোগীর দিনগুলো শান্তিময় করার ব্যবস্থা থাকে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব মতে, বাংলাদেশে বছরে প্রায় ছয় লাখ রোগীর প্যালিয়াটিভ চিকিৎসা সেবার প্রয়োজন হয়। কিন্তু দেশের একমাত্র পূর্ণাঙ্গ প্যালিয়াটিভ কেয়ার চিকিৎসা কেন্দ্র হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যাল-বিএসএমএমইউ। বর্তমানে সরকারি-বেসরকারি কয়েকটি হাসপাতালে ছোট পরিসরে এ সেবা দেয়া হচ্ছে। 

দেশে অসংক্রামক রোগ বাড়ছে। এসব রোগে আক্রান্ত ৭০-৮০ ভাগ রোগী নিরাময় অযোগ্য অবস্থায় চিকিৎসকদের কাছে আসেন। মৃত্যু অনিবার্য ও নিশ্চিত। তবুও প্রয়োজন ওষুধ ও সেবা। পরিবারের পক্ষে এমন রোগীদের সেবা দেয়া কঠিন। এই রোগীদের জন্য আমাদের দেশে তেমন চিকিৎসা-ব্যবস্থা নেই।

অত্যন্ত কম ব্যয়ে স্বল্প-প্রশিক্ষিত স্বেচ্ছাসেবীদের সহায়তায় পৃথিবীর অনেক দেশে নিরাময়-অযোগ্য রোগীদের যন্ত্রণামুক্ত অন্তিম সময় কাটানোর ব্যবস্থা রয়েছে।  

বাংলাদেশে প্যালিয়্যাটিভ কেয়ার ব্যবস্থার সম্প্রসারণ প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। 

 

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি