ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মৃত্যুর আগে আইরিশ গায়িকার ‘প্রাণবন্ত বার্তা’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৮, ১৬ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

নিজ হোটেলরুমে রহস্যজনকভাবে মৃত্যুর আগে ‘প্রাণবন্ত এক বার্তা’ রেখে যান আইরিশ গায়িকা ডলরেস অরিওরডান। সোমবার সকালে লন্ডনের পার্ক লেনের হিলটন হোটেলে নিজ রুমে মৃতদেহ পাওয়া যায় এ ব্যান্ড তারকার।

তবে ঠিক কী কারণে এবং কীভাবে মৃত্যু হল এই গায়িকার তা এখনো ধোয়াশা হয়ে আছে। স্থানীয় পুলিশ ডেইলি মেইলকে জানায়, এ মৃত্যু এখনও পুলিশের কাছে অস্পষ্ট।

মঙ্গলবার ‘ব্যাড ওলভস’ নামের এক ব্যান্ডের সঙ্গে গান রেকর্ড করার কথা ছিল ডলরেসের। এ উপলক্ষ্যে মৃত্যুর আগের দিন রোববার রাতে রেকর্ডিং প্রতিষ্ঠান ইলেভেন সেভেন মিউজিকের ব্যবস্থাপনা পরিচালক ড্যান ওয়েইটকে ফোনও করেন ডলরেস অরিওরডান। এ বিষয়ে ড্যান বলেন, ডলরেস আমার জন্য একটি ভয়েস মেসেজ রাখেন যেখানে তাকে খুবই উচ্ছ্বসিত এবং প্রাণবন্ত মনে হয়েছিল। ব্যাড ওলভসের সঙ্গে গান রেকর্ডিং নিয়েও সে খুবই রোমাঞ্চিত ছিল।

তিনি আরও বলেন, তাকে খুবই জীবন্ত মনে হচ্ছিল, সে ফোনে হাসিঠাট্টাও করেছিল। আগামী সপ্তাহে আমার ও আমার স্ত্রীর সঙ্গে তার দেখা হবে বলে সে খুবই আনন্দিত ছিল।

তবে জনপ্রিয় এ ব্যান্ড তারকার এমন মৃত্যুতে তার পরিবার বেশ ভেঙ্গে পরেছে বলেও মন্তব্য করেন ব্যাড।

দ্য ক্রানবেরিস ব্যান্ডের লীড ভোকালিস্ট ডলরেস অনেক দিন ধরেই ‘বিষণ্ণতায়’ ভুগছিলেন বলে ডেইলি মেইলকে জানান তার কাছের কিছু বন্ধু। ২০১৫ সালে তিনি “বাইপোলার ডিসঅর্ডার” এর জন্য চিকিৎসা নেন। পাশাপাশি মদ্যপানের প্রতি তার ছিল প্রবল নেশা।

৪৬ বছর বয়সে মারা যাওয়ার আগে ডলরেস অরিওডান তিন সন্তান রেখে যান। ২১ বছর সংসার জীবনের পর ডন বার্টনের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়েছিল তার। নিজ জন্মস্থান আয়ারল্যান্ডেই সমাহিত হবেন জনপ্রিয় এই পপ তারকা।

সূত্রঃ ডেইলি মেইল

//এস এইচ এস// এআর

  

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি