ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘মৃত্যুর আগে মেসিকে জড়িয়ে ধরতে চাই’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩৬, ১৭ ডিসেম্বর ২০২২

Ekushey Television Ltd.

ফুটবল মাঠে পায়ের জাদু দেখিয়ে বিখ্যাত হয়ে গেলেও নিজের শিকড়কে ভোলেননি লিওনেল মেসি। ভোলেননি শৈশবকে, এমনকি শৈশবের শিক্ষককেও না। 

এ নিয়ে এক সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হলে সটান জবাব দেন মেসি! ওই সাক্ষাৎকারে তার কাছে জানতে চাওয়া হয়, শৈশবের স্কুলের হেড মাস্টারের কথা মনে আছে কিনা? সঙ্গে সঙ্গেই মেসি বলে দেন, 'মনিকা দমিনা'। 

গত বছরেই এক সাক্ষাৎকারে এই গল্পটি বলেছিলেন মেসির শৈশবের সেই শিক্ষক মনিকা দমিনা। প্রিয় ছাত্রের এমন বিনয় দেখে আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন তিনি।

তার হাত ধরেই যে প্রথম লেখা শিখেছিলেন ছোট্ট লিও। শান্ত ছেলেটা পরবর্তীকালে পৃথিবীর সেরা ফুটবলার হবে, তখন কে আন্দাজ করেছিলো! বেশি দূর পড়াশোনা না করলেও ছাত্র হিসেবে খারাপ ছিলেন না মেসি। বুদ্ধিদীপ্ত এবং অঙ্কে ভালো ছিলেন ছোটবেলায়। সেই স্মৃতি রোমন্থন করেছেন মেসির জীবনের প্রথম স্কুল শিক্ষিকা।

বর্তমানে বার্ধ্যকজনিত কারণে অসুস্থ মেসির শিক্ষক মনিকা। তিনিও চান, তার প্রিয় ছাত্র এবার বিশ্বকাপ জিতে ফিরুক। তার আরেকটি আশা, মেসিকে একবার জড়িয়ে ধরতে চান তিনি।  

এ নিয়ে বিশ্বের অন্যতম সেরা এই ফুটবলারের উদ্দেশে এক খোলা চিঠিতে মনিকা লিখেছেন, ‘হ্যালো মেসি, ঈশ্বরকে ধন্যবাদ, তোমার শিক্ষক হতে পেরেছি। আমার ছাত্র হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। সব সময় একই রকম থাকার জন্য ধন্যবাদ। তুমি খুব সাধারণ, বিনয়ী, দুর্দান্ত একজন মানুষ। কখনো বদলাবে না। তোমার জীবনের অংশ হতে পেরে যে গৌরব অনুভব করছি, তা উপহার দেওয়ার জন্য ধন্যবাদ। এমন কিছু চাওয়ার জন্য দুঃখিত।

এতো এতো বিপর্যয়ের মধ্যে আমাদের এতটুকু সুখ দেওয়ার জন্যই তোমাকে ধন্যবাদ। তোমার হাসিমুখ দেখাটাই আমার সুখ। তুমি তোমার অনুভূতি প্রকাশ করতে পারছো, এটা আমার ভালো লাগে। আমি তোমার শিক্ষক, এটা আমার জন্য স্বপ্নের মতো। এই সম্মানে তোমাকে একবার জড়িয়ে ধরতে চাই। শুভকামনা।’

কাতার বিশ্বকাপ ফাইনালের আগে এই বার্তা পাঠিয়েছেন মেসির জীবনের প্রথম শিক্ষিকা মনিকা দমিনা।

লিওনের মেসির জন্ম রোজারিওতে। খুব অল্প বয়সে জন্মস্থান ছাড়লেও চতুর্থ গ্রেড পর্যন্ত সেখানেই পড়াশোনা করেন মেসি। মনিকা তখন মেসির শিক্ষক ছিলেন। তার হাত ধরেই লিখতে ও পড়তে শিখেছেন মেসি। মেসির সেই শিক্ষক এখন অসুস্থ। হার্টের সমস্যায় ভুগছেন তিনি। মনিকার জানা নেই, তার এই আবেদন মেসির কান পর্যন্ত পৌঁছবে কিনা।

বর্তমান উন্মুক্ত সোশ্যাল মিডিয়ার যুগে হয়তো পৌঁছে যাবে কোনো এক পর্যায়ে। তবে এরইমধ্যে তা পৌঁছে গেছে কোটি কোটি মেসি ও আর্জেন্টিনা ভক্ত-সমর্থকের হৃদয়ে। যারা এখন অপেক্ষায় আছেন কেবল একটা দৃশ্য দেখার, আর তা হলো- মেসির হাতে স্বপ্নের বিশ্বকাপ শিরোপা।

রোববার লুসাইল স্টেডিয়ামে হবে ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনাল ম্যাচ; যেখানে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ফ্রান্স।  

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি