ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

মৃত্যুর নাটক সাজিয়ে রাজপ্রাসাদে বসবাস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৪, ২১ অক্টোবর ২০১৮ | আপডেট: ১৫:০৫, ২১ অক্টোবর ২০১৮

মৃত্যুর পর মানুষের জীবনে কী হয় তা সঠিক করে এবং নিশ্চিত ভাবে কেউই কিছু বলতে পারে না। তবে এটা সত্য যে- মৃত্যুর পর সব মানুষই অন্য এক জীবনে পা রাখে। যে জগৎ এই পৃথীবির জগৎ থেকে একেবারেই ভিন্ন হবে। একেক ধর্ম অনুযায়ী বিশ্বাসটাও এক এক রকম।

সব ধর্মেরই বিশ্বাস শেষকৃত্য অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয়ে যায় পার্থিব জীবন। কিন্তু এবার জানা গেছে ভিন্ন এক খবর। ‘মৃত্যুর পর’ ইউক্রেনের এক ব্যক্তি বসবাস করছেন একটি রাজপ্রাসাদে। মজার এই খবরটি সম্পর্কে তাহলে জানা যাক।

কিছুদিন আগে ইউক্রেনের সুপরিচিত ওই ব্যক্তির ‘মৃত্যু হয়’। দুর্নীতির মাধ্যমে প্রচুর অর্থ বিত্তের মালিক হওয়া ওই ব্যক্তি পুলিশের গ্রেফতার এড়াতে মিথ্যা মৃত্যুর নাটক প্রচার করেন। এরপর লোকজন দিয়ে টাকা-পয়সা খরচ করে ডেথ সার্টিফিকেটও তৈরি করে নেন। ভিন্ন নামে পাসপোর্ট করে দেশ ছেড়ে আশ্রয় নেন ফ্রান্সে। আর সেখানে তিনি বসবাস করছেন রাজকীয় এক প্রাসাদে। কিন্তু পুলিশের চোখ ফাঁকি দিয়ে বেশিদিন রাজপ্রাসাদে রাজত্ব করা হয়নি তার। পুলিশের হাতে ধরা পড়ে রাজপ্রাসাদ থেকে এবার শ্রীঘরে কাটাচ্ছেন তিনি।

ধরা পড়ার পর তার এ রাজকীয় জীবন প্রকাশ পেয়েছে এবং ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

সূত্র : টাইম ডট কম

এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি