মৃত্যুর পরও আইসিইউতে রোগী রেখে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ
প্রকাশিত : ১৯:০৮, ৪ এপ্রিল ২০১৭ | আপডেট: ১৫:২৭, ২১ মে ২০১৭
মৃত্যুর অন্তত দুইদিন পরও নিবিড় পর্যেবেক্ষণ কেন্দ্র- আইসিইউতে রোগী রেখে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে। প্রতিবাদে রোববার সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত হাসপাতালটি ঘিরে রাখে মারা যাওয়া এসএসসি পরীক্ষার্থী আইভি আক্তারের সহপাঠীরা।
এই কান্না মায়ের। এ কান্না চিকিৎসায় অবহেলার প্রতিবাদ।
স্বজন ও সহপাঠিরা জানায়, এসএসসি পরীক্ষার্থী আইভি আক্তার ১৯ মার্চ সড়ক দুর্ঘটনায় আহত হয়। ওই দিনই তাকে মহাখালির মেট্রোপলিটন মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়।
১৪ দিনেও নাখালপাড়া হোসেন আলী বিদ্যালয়ের ছাত্রী আইভির অবস্থার উন্নতি না হওয়ায় অন্য হাসপাতালে নেয়ার উদ্যোগ নেয় তারা ।
তাদের দাবী, হাসপাতাল কর্তপক্ষ গড়িমসি করলে অন্য একজন ডাক্তার নিয়ে আসে তারা। সেই ডাক্তার আইভিকে পরীক্ষা করে জানান, রোগি আগেই মারা গেছে।
তবে অভিযোগ সম্পর্কে জানতে হাসপাতাল কর্র্তৃপক্ষের কাউকে পাওয়া পাওয়া যায়নি।