ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

মৃত্যুর সঙ্গে লড়ছেন রোনালদোর মা

প্রকাশিত : ১১:৫১, ৯ ফেব্রুয়ারি ২০১৯

ক্রিশ্চিয়ানো রোনালদোর মা ডলোরেস আভেইরো স্তন ক্যানসারে আক্রান্ত। স্পেনের রাজধানী মাদ্রিদে রেডিওথেরাপির পরে আভেইরো পর্তুগিজ টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, মাদ্রিদে অন্য স্তনটিতে অস্ত্রোপচার হয়েছে। রেডিওথেরাপিও করা হয়েছে। এখন জীবন বাঁচানোর জন্য লড়াই করছি।

গত মঙ্গলবার রোনালদোর ৩৫তম জন্মদিন উপভোগ করতে ইতালি রওনা হওয়ার আগে আভেইরো মন খারাপ করা সংবাদ জানিয়ে দিলেন বিশ্বকে। তবে তার এই ক্যানসার এবারেই প্রথম ধরা পড়ল না। ২০০৭ সালে স্তনের ক্যানসার ধরা পড়ার পরে একপ্রস্থ অস্ত্রোপচার করা হয়েছিল। তারপরে নিয়ম মেনে রেডিওথেরাপি-পর্ব সারার পরে মনে করা হয়েছিল বোধ হয় রোগকে দূরে সরিয়ে রাখতে সফল হয়েছিলেন তিনি। ২০০৯ সালে রোনালদো একটি ক্যানসার হাসপাতালে ১ লাখ ইউরো দান করেন, যেখানে তার মা আরোগ্য লাভ করেছিলেন।

কিন্তু পুরনো আতঙ্ক ফিরিয়ে ফের একবার ডায়াগনসিসে ধরা পড়ল ক্যানসার। তবে দ্বিতীয় বারের অস্ত্রোপচার কবে হয়েছে, তা জানাননি তিনি। তার বক্তব্য, দ্বিতীয়বারের বিষয়টি কেউ জানে না।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি