ঢাকা, রবিবার   ২৩ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

মৃত্যুর ১৪ দিন পর প্রবাসীর মরদেহ ফিরল দেশে

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫৬, ২২ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

মৃত্যুর ১৪ দিন পর ইউরোপের দেশ গ্রিসের এথেন্স শহর থেকে নিজ জন্মভূমিতে পৌঁছাল যশোরের শার্শা উপজেলার পাড়ের কায়বা গ্রামের প্রবাসী তরিকুল ইসলাম মুকুলের (৪৫) মরদেহ। 

শুক্রবার (২১ মার্চ) রাত ১০টার সময় ইউরোপে দেশ গ্রিস থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহের কফিন নিয়ে বিমান পৌঁছায়। আনুষ্ঠানিকতা শেষে রাত ১১টার দিকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

পরে লাশবাহী অ্যাম্বুলেন্সে করে ভোর ৫টার দিকে মরদেহ নিয়ে আসা হয় মৃত মুকুলের গ্রামের বাড়ি শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের পাড়ের কায়বা গ্রামে। এ সময় স্বজনদের আহাজারিতে আকাশ-বাতাস ভারি হয়ে ওঠে। সৃষ্টি হয় এক হৃদয়বিদারক পরিস্থিতির। 

শনিবার (২২ মার্চ) সকাল ৮টা ৩০ মিনিটে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

তরিকুল ইসলাম মুকুল গাজী পাড়ের কায়বা গ্রামের মৃত দ্বীন  আলী গাজীর ছেলে। মৃত্যুর সময় তিনি স্ত্রী ও এক ছেলে ও এক কন্যা সন্তান রেখে গেছেন।

মৃত মুকুলের স্ত্রী মাহামুদা খাতুন জানান, তার স্বামী পরিবারের মানুষদের সুখে রাখতে প্রবাসে পাড়ি জমিয়েছিলেন ২০০৪ সালে। তিনি গত ২২ বছর ধরে প্রবাসে ছিলেন। মাঝে মাঝে দেশে এসে পরিবারের সাথে সময় কাটিয়ে যেতেন। এ বছরের মাঝামাঝি সময়ে ছুটিতে দেশে আসার কথা ছিল। কিন্তু গত ৮ মার্চ হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি