ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫

মৃদ্যু শৈত্যপ্রবাহের কবলে দেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৮, ৮ জানুয়ারি ২০২৫

গত দু’দিন ধরে সূর্যের দেখা মেলায় তাপমাত্রাও বেড়েছিল। তবে আজ মৃদ্যু শৈত্যপ্রবাহের কবলে উত্তরাঞ্চলসহ দেশের অনেক এলাকা। 

বুধবার সকালে রাজধানী ঢাকায় সূর্যের দেখা মেলেনি। কুয়াশার সঙ্গে বইছে বাতাস।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। কুয়াশার সাথে হিমশীতল বাতাস থাকায় কমছে না দুর্ভোগ। নাকাল সাধারণ মানুষ। বিভিন্ন স্থানে বাড়ছে শীতজনিত রোগ। 

পৌষের শুরু থেকেই শৈত্যপ্রবাহের কবলে দেশের সবচেয়ে উত্তরের জেলা পঞ্চগড়। বেশির ভাগ সময়ই তাপমাত্রার পারদ ওঠা-নামা করছে এক সংখ্যায়। ঘন কুশায়া, টিপটিপ বৃষ্টি মতো কুয়াশা আর হিমশীতল বাতাসে নাকাল এ জনপদ।

উত্তরের হিমেল হাওয়ায় শীত জেঁকে বসেছে চুয়াডাঙ্গায়। প্রতিদিনই তাপমাত্রা কমছে সেখানে। এতে জনমনে বেড়েছে উদ্বেগ। শীতে বেশি দুর্ভোগে শ্রমজীবীরা।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক রকিবুল হাসান জানান, আজ বুধবার সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস ও বাতাসের আদ্রতা ৯৮ শতাংশ রেকর্ড করা হয়েছে। 

কুড়িগ্রামে গত দুদিনে এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়েছে। তবে সকাল থেকে বিকেল পর্যন্ত সূর্যের আলো থাকলেও সন্ধ্যায় নামছে ঘনকুশায়া। উত্তরের হিমেল বাতাসে অনভূত হচ্ছে কনকনে শীত। 

যমুনা পাড়ের জেলা সিরাজগঞ্জে ঘন কুয়াশার পাশাপাশি শীতের মাত্রা কিছুটা কমলেও স্বস্তি ফেরেনি জনমনে। 

গাইবান্ধাতেও কমেছে কুয়াশার দাপট। তবে কনকনে বাতাসে শীত বেশি অনুভূত হচ্ছে। হতদরিদ্ররা শীতবস্ত্রের অভাবে পড়েছেন বিপাকে। 

গতকাল পর্যন্তও কনকনে শীতের কবলে ছিলো দিনাজপুরের হিলি। কুয়াশা কমে আসায় স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের জীবনে। তবে রয়ে গেছে হিমশীতল অনুভূতি।

শীত জেঁকে বসেছে দেশের দক্ষিণের জেলা লক্ষ্মীপুরে। রাতের পাশাপাশি সমানতালে শীত অনুভব হচ্ছে দিনের বেলাতেও।  

রাজবাড়ীতেও বাড়ছে শীতের প্রকোপ। বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। 

শীতের কবলে পাহাড়ী জেলা রাঙামাটি। কুয়াশা আর হিমেল হাওয়া শীতের তীব্রতা বাড়িয়ে দিয়েছে জনজীবনে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি