ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মেকাপ ব্রাশের যত্নের উপায়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৫, ১০ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

মুখের সৌন্দর্য ফুটিয়ে তোলে মেকআপ। আর মেকআপে দরকার লাগে নানান ধরনের ব্রাশ। তবে সেই দরকারি ব্রাশগুলো কি পরিষ্কার করে রাখছেন? হয়তো ভাবতে পারেন ব্রাশের আবার পরিষ্কার-অপরিষ্কার কি! কিন্তু একটি অপরিষ্কার মেকআপ ব্রাশে থাকে ক্ষতিকারক ব্যাকটেরিয়া। আর সেই ক্ষতিকারক ব্যাকটেরিয়া পরবর্তী মেকাআপের সময় আপনার ত্বকে লেগে যাচ্ছে। তাই ক্ষতির হাত থেকে বাঁচতে মেকআপ ব্রাশের যত্ন নিন।

মেকআপ ব্রাশের পরিষ্কারের কাজটি তেমন কঠিন নয়। খুব সহজেই এবং কম সময়ে কাজটি করতে পারবেন।

ব্রাশ পরিষ্কার করতে যা লাগবে-

১) হালকা গরম পানি,

২) বেবি শ্যাম্পু,

৩) ছোট বাটি ও রোয়াহীন কাপড়।

যেভাবে করবেন-

প্রথমে ব্রাশটিকে হালকা গরম পানিতে ধুয়ে নিন। মনোযোগ দিন ব্রাশের মাথায়। এটি বাইরে লেগে থাকা মেকআপের কণাকে ধুয়ে ফেলবে। এবার বাটিতে হালকা গরম পানি নিয়ে তাতে সামান্য শ্যাম্পু মেশান। এবার ব্রাশটি শ্যাম্পু পানিতে রাখুন। হাত দিয়ে শ্যাম্পু ভালো করে মাখিয়ে নিন। কিছুক্ষণ এভাবে রেখে পানি দিয়ে পরিষ্কার করুন। এতে ভেতরের ময়লা ও ক্ষতিকারক ব্যাকটেরিয়া দূর হবে। এবার কাপড়ের উপর রেখে ব্রাশটি শুকিয়ে নিন।

দেখবেন ব্রাশটি নতুনের মতো লাগছে এবং মেকআপ করতেও আপনার ভালো লাগবে।

কেএনইউ/একে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি