মেক্সিকোতে ৮.১ মাত্রার ভূমিকম্প, নিহত ৩
প্রকাশিত : ১৯:৫৮, ৮ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ১৬:৫৮, ৯ সেপ্টেম্বর ২০১৭
গতকাল বৃহস্পতিবার মেক্সিকোতে ৮.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। স্থানীয় সময় রাত ১১টার কিছু পরে মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় দক্ষিণ উপকূলে আঘাত হানে এই ভূমিকম্প। এতে এখন পর্যন্ত ৩ জন নিহতের কথা জানায় বিবিসি।
যুক্তরাষ্ট্রের ভৌগোলিক সার্ভে কর্তৃপক্ষ জানায় দেশটির পিজিজিয়াপান শহর থেকে ৮৭ কি.মি দক্ষিণ-পশ্চিমে প্রশান্ত মহাসাগরের ৭০ কি.মি গভীরে ভূমিকম্পটির উৎপত্তিস্থল। মেক্সিকো ছাড়াও গুয়েতেমালায়ও আঘাত হানে এই ভুমিকম্প। সেখানে ১ জন নিহত হবার কথা নিশ্চিত করে গুয়েতেমালার প্রেসিডেন্ট জিমি মোরালেস। ভূমিকম্পের পরে মেক্সিকো, গুয়েতেমালা, এল সালভাদ্রো, কোস্টারিকা, নিকারাগুয়া, পানামা ও হন্ডুরাসে সুনামির আশংকায় সতর্কতা সংকেত জারি করা হয়েছে। মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা এক টুইট বার্তায় বলেন, তিনি দূর্যোগ মোকাবেলায় সংশ্লিষ্ট সকলের সাথে যোগাযোগ রাখছেন। মেক্সিকো সরকারের বরাত দিয়ে বিবিসি জানায় ১৯৮৫ ও ১৯৯৫ সালে আঘাত হানা ভূমিকম্পের চেয়েও এটি শক্তিশালী ছিল। ভূমিকম্পটি প্রায় ১ মিনিট যাবত স্থায়ী ছিল।
ভূমিকম্পের কারণে মেক্সিকোতে সকল স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।
এসএইচ/ডব্লিউএন
আরও পড়ুন