ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

মেক্সিকোর ওয়াটার পার্কে বন্দুকধারীদের হামলায় ৭ জন নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৮, ১৬ এপ্রিল ২০২৩

মেক্সিকোর মধ্যাঞ্চলে একটি ওয়াটার পার্কে শনিবার বন্দুকধারীদের হামলায় সাতজন নিহত হয়েছে। এদের মধ্যে এক শিশু রয়েছে। এতে সেখানে উপস্থিত লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়তে দেখা যায়। স্থানীয় কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

খবরে বলা হয়, মেক্সিকোর কোর্তেজার পৌরসভায় এ হামলার ঘটনা ঘটে।

পৌরসভাটির সিটি হলের এক বিবৃতিতে বলা হয়, খবর পেয়ে পুলিশ ‘ঘটনাস্থলে পৌঁছে তিনজন মহিলা, তিনজন পুরুষ ও সাত বছর বয়সী এক শিশুর লাশ দেখতে পায়। এ ঘটনায় একজন গুরুতরভাবে আহত হয়েছে।’

সুত্রঃ বাসস

এসবি/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি