ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

মেঘনা নদী ও বঙ্গোপসাগরে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশ

প্রকাশিত : ১৪:৫০, ৯ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৪:৫০, ৯ সেপ্টেম্বর ২০১৬

কয়েকদিন ধরে মেঘনা নদী ও বঙ্গোপসাগরে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশ। ব্যাপকহারে মাছ পাওয়ায় খুশি জেলেরা। বাজারে কমছে দাম। মৎস্য অধিদপ্তর বলছে, মা মাছ আর জাটকা নিধন বন্ধের পাশাপাশি নদীতে পানি বাড়ায় ইলিশের সংখ্যা বেড়েছে। মেঘনা! দেশের অন্যতম ইলিশ আহরণক্ষেত্র। লক্ষ্মীপুরে মেঘনাপাড়ে মাছের ঘাট গুলোতে এখন রুপালী ইলিশের ছড়াছড়ি। এতে বেশ খুশী জেলেরা। কয়েকদিন ধরে ভোলার দৌলতখান, পটুয়াখালীর কুয়াকাটা, হাতিয়া সহ সমুদ্র উপকূলে প্রচুর পরিমাণে ইলিশ ধরা পড়ছে। ইলিশের ভরা মৌসুমে প্রাণচাঞ্চল্য ফিরেছে মাছের আড়তগুলোতেও। দেশের অন্যতম বড় আড়ত চাঁদপুর থেকে ইলিশ সরবরাহ হচ্ছে বিভিন্ন অঞ্চল সহ বিদেশেও। কয়েক বছর ধরে মা ইলিশ রক্ষা, জাটকা নিধন রোধ সহ নানা উদ্যোগ নেয়ায় ইলিশ বেশি পাওয়া যাচ্ছে বলে জানান এই বিশেষজ্ঞ। মৎস্য অধিদপ্তর বলছে, সংশ্লিষ্টদের আন্তরিকতা, সর্বোপরী অনুকূল পরিবেশের কারণেই মাছের এত সরবরাহ। ইলিশের বার্ষিক উৎপাদন প্রায় ৪ লাখ টন হলেও, গত কয়েকদিনে যে পরিমাণ ইলিশ পাওয়া গেছে তাতে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করছেন তিনি।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি