মেঘনা ব্যাংকের ‘সেন্টার ফর এক্সিলেন্সের’ আনুষ্ঠানিক উদ্বোধন
প্রকাশিত : ১৮:১৬, ২১ এপ্রিল ২০২৫

মেঘনা ব্যাংক পিএলসি ব্যাংকিং খাতে জ্ঞান, দক্ষতা, সৃজনশীলতা এবং কর্মীদের পারস্পরিক সম্পৃক্ততা বৃদ্ধির মাধ্যমে সংগঠনের সার্বিক উন্নয়নকে ত্বরান্বিত করতে ঢাকার মহাখালীতে ‘সেন্টার ফর এক্সিলেন্স’ প্রতিষ্ঠা করেছে।
সম্প্রতি ব্যাংকের চেয়ারপারসন উজমা চৌধুরী ফিতা কেটে এই ‘সেন্টার ফর এক্সিলেন্স’-এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মামুনুল হক, অডিট কমিটির চেয়ারম্যান মো. আলি আকতার রিজভী এফসিএ, স্বতন্ত্র পরিচালক মো. রজব আলী, মোহাম্মদ নজরুল ইসলাম, হাবিবুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আহ্সান খলিল, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. ছাদেকুর রহমানসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এই ইনস্টিটিউটটি আধুনিক শ্রেণীকক্ষ, উন্নত ডিজিটাল অবকাঠামো এবং অভিজ্ঞ প্রশিক্ষকদের দ্বারা পরিচালিত হবে। এর মাধ্যমে কর্মীদের নেতৃত্বগুণ, ডিজিটাল দক্ষতা এবং গ্রাহক-কেন্দ্রিক সেবা প্রদানে উৎকর্ষতা অর্জনের লক্ষ্যে ধারাবাহিক প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চেয়ারপারসন উজমা চৌধুরী বলেন, ‘ধারাবাহিক প্রশিক্ষণ ও দক্ষতা অর্জনই হলো উদ্ভাবন ও উৎকর্ষতার ভিত্তি। এই প্রশিক্ষণ কেন্দ্রটি আমাদের কর্মকর্তাদের আধুনিক ব্যাংকিং জ্ঞানে দক্ষ করে তুলবে, যা পরিবর্তনশীল আর্থিক খাতে টিকে থাকতে সহায়তা করবে।’
‘সেন্টার ফর এক্সিলেন্স’ প্রতিষ্ঠার মাধ্যমে মেঘনা ব্যাংক তার মানবসম্পদকে আরও সুদক্ষ, প্রাসঙ্গিক ও ভবিষ্যত-প্রস্তুত হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে একটি নতুন মাইলফলক স্পর্শ করলো।
এসএস//
আরও পড়ুন