ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

মেজাজ হারালেন বিরাট কোহলি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪২, ১৩ সেপ্টেম্বর ২০১৮

ইংল্যান্ডের মাটিতে টিম ইন্ডিয়া পাঁচ টেস্টের সিরিজ ৪-১ ব্যবধানে হেরেছে। এ নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে দলটি। আর তারই জের ধরে এবার সংবাদ সম্মেলনে মেজাজ হারালেন অধিনায়ক বিরাট কোহলি।

সম্প্রতি ভারতের হেড কোচ রবি শাস্ত্রী বলেছিলেন, গত ১৫-২০ বছরে এই দলটাই তার দেখা সেরা দল। সেই প্রসঙ্গ উত্থাপন করেই সংশ্লিষ্ট সাংবাদিকের প্রশ্ন ছিল, ‘গত ১৫-২০ বছরে এই দলটাই সেরা, এই ধরনের ট্যাগ কি আপনাদের উপরে প্রত্যাশার চাপ বাড়িয়ে দিয়েছিল? আপনারা কি বিশ্বাস করেন আপনারাই সেরা দল?’

প্রশ্নের জবাবে ভারত অধিনায়ক সেই সাংবাদিককে বলেন, ‘আমাদের তো বিশ্বাস করতেই হবে যে আমরাই সেরা দল। হঠাৎ এই প্রশ্ন কেন করছেন?’

সাংবাদিকের পাল্টা প্রশ্ন ছিল, ‘কিন্তু এই দলটাই কি গত ১৫-২০ বছরের সেরা দল?’

এমন প্রশ্নে বিরাট শক্ত করে সাংবাদিককে প্রশ্ন করেন, ‘আপনি কী মনে করেন?’

ভারত অধিনায়কের পাল্টা প্রশ্নে সাংবাদিকের জবাব, ‘আই অ্যাম নট সিওর।’

কোহলি বিস্মিত হয়ে বলেন, ‘ইউ আর নট সিওর। দ্যাটস ইওর ওপিনিয়ন।’

বিরাট অবশ্য এর পরে আর কথা বাড়াননি।
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি