ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

মেঝে মুছলেন ডাচ প্রধানমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৮, ৭ জুন ২০১৮

নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রাট। দুর্ঘটনাবশত তার দেশের পার্লামেন্টের মেঝে নোংরা করেন তিনি। এরপর নিজেই একটা মুছুনি নিয়ে মেঝে পরিষ্কার করেন।

গত মঙ্গলবার তার মেঝে মোছার ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়। অন্য অনেক দেশের মানুষ এ ঘটনাকে তাদের দেশের রাজনীতিকদের জন্য দৃষ্টান্ত হিসেবে গ্রহণ করার আহ্বান জানিয়েছেন সামাজিক মাধ্যমগুলোতে।

জানা গেছে, ডাচ প্রধানমন্ত্রী পার্লামেন্ট করিডোরের মেঝেতে দুর্ঘটনাবশত কফি ফেলে দেন। এরপর বিব্রত হয়ে তিনি হাসতে হাসতে দ্রুত একটি ফ্লোর মুছুনি নিয়ে মেঝে মুছতে শুরু করেন। পার্লামেন্টের পরিচ্ছন্নতা কর্মীরা এ সময় তাকে সাহায্য করার সুযোগ পাননি। কিন্তু তারা দাঁড়িয়ে উৎসাহ দিতে থাকেন রাটকে।

প্রসঙ্গত, মার্ক রাট আগেও গাড়িবহরের বদলে সাইকেলে চড়ে আলোচনায় এসেছিলেন।

সূত্র: এনডিটিভি

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি