ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মেট্রো রেলে প্রথমবারের মতো সন্তান প্রসবের ঘটনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৪, ১২ জানুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

মেট্রো রেলে প্রথমবারের মতো ঘটেছে সন্তান প্রসবের ঘটনা। বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে আগারগাঁও স্টেশনে একটি ফুটফুটে এক শিশুর জন্ম দেন সোনিয়া রানী রায় নামের এক নারী।

সোনিয়ার স্বামী জানান, ধানমণ্ডির একটি হাসপাতালে ভর্তি হওয়ার জন্য উত্তরা থেকে মেট্রো ট্রেনে উঠেছিলেন অন্তঃসত্ত্বা সোনিয়া। কিন্তু পথেই প্রসবের ব্যথা শুরু হয়।

বিষয়টি জানতে পেরে ধাত্রীর প্রশিক্ষণপ্রাপ্ত একজন স্কাউট সদস্য সোনিয়া রানীর সহায়তায় এগিয়ে আসেন এবং তাকে আগারগাঁও স্টেশনের ফাস্ট এইড সেন্টারে নিয়ে যান।

সেখানে ১০ মিনিটের মধ্যে সোনিয়ার সন্তানের জন্ম হয়। এ সময় সোনিয়ার স্বামী তার সাথেই ছিলেন। সন্তান প্রসবের পরপর নিজস্ব অ্যাম্বুলেন্সে করে মা ও শিশুকে ধানমন্ডির হাসপাতালে পৌঁছে দেন মেট্রোরেল কর্তৃপক্ষ।

বর্তমানে মা ও শিশু ভাল আছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে উপস্থিত যাত্রীরা শিশুটির নাম মেট্রো রাখার প্রস্তাব দিলেও, বাচ্চার নাম আগেই ঠিক করা আছে বলে জানিয়েছেন তার বাবা।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি