ঢাকা, মঙ্গলবার   ০৬ মে ২০২৫

মেট্রোরেল চলাচল স্বাভাবিক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৭, ২৭ মে ২০২৪

Ekushey Television Ltd.

বৈরী আবহাওয়ায় বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটায় সকাল থেকে বন্ধ থাকার পর পুনরায় মেট্রোরেল চলাচল শুরু হয়েছে। 

সোমবার (২৭ মে) সকাল ১০টা ৮ মিনিটের দিকে মেট্রোরেল চলাচল শুরু হয়। 

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের কোম্পানি সচিব (যুগ্ম সচিব) মোহাম্মদ আবদুর রউফ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, মেট্রোরেল চলাচলের জন্য যে ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই রয়েছে টেকনিক্যাল কারণে সেটি ফল করেছিল। শেওড়াপাড়া থেকে বিজয় সরণি অংশে এই সমস্যা দেখা দেয়। ফলে মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ রাখতে হয়েছিল।

এর আগে আজ সকাল ৭টার কিছু পরে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় স্টেশনগুলো থেকে কিছুক্ষণ পর পর মাইকিং করে জানানো হয় সাময়িক বিলম্ব হবে। হুট করে ট্রেন বন্ধ হওয়ায় বিপাকে পড়েন অপেক্ষারত যাত্রীরা।

এর আগে শনিবার সন্ধ্যা ৭টার দিকে যান্ত্রিক ত্রুটির কারণে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। সোয়া এক ঘণ্টা পর চলাচল শুরু হয়।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি