ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

মেট্রোরেল চলাচলের সময় বাড়ল আরও ৬ ঘণ্টা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৩, ১৮ মে ২০২৩ | আপডেট: ১৪:৩৮, ১৮ মে ২০২৩

যাত্রীদের সুবিধার্থে মেট্রোরেল চলাচলের সময়সীমা আরও ৬ ঘণ্টা বাড়ানো হয়েছে। ৩১ মে থেকে মেট্টোরেল চলবে সকাল ৮ থেকে রাত ৮টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা।

বৃহস্পতিবার সকালে এক সংবাদ সম্মেলনে এতথ্য জানান ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এ এন সিদ্দিক।

তিনি বলেন, ৩১ মে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত নতুন সময়সূচি অনুযায়ী ট্টেন চলবে। পরিবর্তিত সূচি অনুযায়ী সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত ১০ মিনিট পরপর, বেলা ১১টা ১ মিনিট থেকে বিকেল ৩টা পর্যন্ত ১৫ মিনিট পরপর, বিকেল ৩টা ১ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১০ মিনিট পরপর এবং সন্ধ্যা ৬টা ১ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত ১৫ মিনিট পরপর মেট্রোরেল চলাচল করবে উভয় দিক থেকে। 

বর্তমানে মেট্রোর সাপ্তাহিক ছুটি মঙ্গলবার হলেও নতুন সময়সূচিতে মেট্রোরেল শুক্রবার বন্ধ থাকবে বলে জানান ডিএমটিসিএল’র ব্যবস্থাপনা পরিচালক। 

প্রসঙ্গত, গত বছরের ২৮ ডিসেম্বর যাত্রা শুরু করে মেট্রোরেল। প্রথমাংশে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলছে। আর দ্বিতীয় অংশে আগারগাঁও থেকে মতিঝিল এ বছরের শেষ দিকে চালুর পরিকল্পনা রয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি