ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

মেট্রোরেলের ভায়াডাক্টের স্প্রিং সরে গেছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৫, ১৮ সেপ্টেম্বর ২০২৪

ভায়াডাক্টের স্প্রিঙ সরে যাওয়ার কারণে আজ বুধবার সকাল সাড়ে ৯টার পর আগারগাঁও থেকে মতিঝিল অংশে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে গেছে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) কর্তৃপক্ষ বিষয়টি জানিয়েছেন। 

রাজধানীর ফার্মগেট ও বিজয় সরণির মাঝামাঝি এলাকায় মেট্রোরেলের ভায়াডাক্ট এর স্প্রিঙ সরে গিয়ে হঠাৎ বন্ধ হয়ে যোয় মেট্রোরেল চলাচল।

এটি ঠিক করতে বেশ সময় লাগবে। কখন স্বাভাবিক চলাচল শুরু হবে তা বলা যাচ্ছেনা বলে জানা গেছে।

ডিএমটিসিএল থেকে পাঠানো এক বার্তায় বলা হয়, অনিবার্য কারণবশত আজ সকাল ৯টা ৪০ মিনিট থেকে আগারগাঁও থেকে মতিঝিল অংশের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ আছে। তবে উত্তরা উত্তর থেকে আগারগাঁও অংশে ট্রেন চলাচল অব্যাহত আছে। আগারগাঁও থেকে মতিঝিল অংশের ট্রেন চলাচল স্বাভাবিক হলে জানানো হবে। সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। 

মেট্রোরেল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন রাজধানীর মিরপুর ও উত্তরা থেকে কারওয়ান বাজার ও মতিঝিলের অফিসগামী যাত্রীরা। মেট্রোরেল যাত্রীদের ফেসবুক গ্রুপ ‘মেট্রোরেল প্যাসেঞ্জার কমিউনিটিতে’ ভুক্তভোগী এক যাত্রী  লিখেছেন ৯টা ৯ মিনিটে উত্তরা উত্তর থেকে ছেড়ে আসা ট্রেন আগারগাঁও স্টেশন ছেড়ে যাওয়ার সময় প্ল্যাটফরমেই যান্ত্রিক/সিগন্যাল ত্রুটিতে পড়ে। অতঃপর ডোর এলাইন করে সবাইকে ট্রেন থেকে নেমে যাওয়ার অনুরোধ করা হয়। ঘড়ির কাঁটায় তখন সকাল ৯টা ৩৫ মিনিট।’ 

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি