ঢাকা, রবিবার   ১৯ জানুয়ারি ২০২৫

মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৪৫.৬২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৮, ১৯ জানুয়ারি ২০২৫ | আপডেট: ১৭:৩৩, ১৯ জানুয়ারি ২০২৫

দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল ঘোষণা করা হয়েছে। পাসের হার ৪৫ দশমিক ৬২ শতাংশ। পাসের হারে ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা।

রোববার (১৯ জানুয়ারি) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এ ফলাফল প্রকাশ করা হয়।

ফলাফলে দেখা যায়, মেয়েরা উত্তীর্ণ হয়েছে ৬৩.১৩%, অপরদিকে ছেলেদের পাসের হার ৩৬.৮৭ শতাংশ।

এ বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১ লাখ ৩১ হাজার ৭২৯ জন। পাস করেছেন ৬০ হাজার ৯৫ জন। গত শুক্রবার (১৭ জানুয়ারি) এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে মোট এক লাখ ৩৫ হাজার ৬৬৫ জন শিক্ষার্থী আবেদন করেন। আর পরীক্ষায় অংশ নেন এক লাখ ৩১ হাজার ৭২৯ জন শিক্ষার্থী।

এর মধ্যে ছেলে পরীক্ষার্থী ছিল ২২ হাজার ১৫৯ জন, এর মধ্যে উত্তীর্ণ পরীক্ষার্থী ৩৬.৮৭% এবং মেয়ে পরীক্ষার্থী ৩৭ হাজার ৯৩৬ জন, উত্তীর্ণ ৬৩.১৩%। 

ভর্তি পরীক্ষায় প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৯০.৭৫। 

বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির অনলাইন আবেদন গ্রহণের বিজ্ঞপ্তি আগামী ২৩ জানুয়ারি প্রকাশিত হবে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি