ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মেডিকেলে ভর্তির সুযোগ পেলেন এক কলেজের ৫৩ শিক্ষার্থী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৯, ২১ জানুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের ৫৩ শিক্ষার্থী এবার মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছেন। 

জানা গেছে, ওই শিক্ষাপ্রতিষ্ঠানটি থেকে প্রতিবছর বিপুল সংখ্যক শিক্ষার্থী মেডিকেল, বুয়েটসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পেয়ে আসছেন।  

এ বছর যারা মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছেন তারা হলেন- ঢাকা মেডিকেল কলেজে ফাহিম ও সুমাইয়া শারমিন। রংপুর মেডিকেল কলেজে সৌরভ, মণিষা, খাদিজা, সাদিকুল, পর্শিয়া, রেজওয়ানা, জোবাদুর ও মুয়াজ আলম। রাজশাহী মেডিকেল কলেজে সুমাইয়া, তারিন, প্রজ্ঞা, রাইসা, ফজলে রাব্বি ও রুশো। নীলফামারী মেডিকেল কলেজে মিম, কিবতিয়া ও নাফিস ফুয়াদ। দিনাজপুর  মেডিকেল কলেজে তুশিন, কণা, ঋতু, মারিয়া, মুনতাহা ও সায়েমুজ্জামান। 

সিরাজগঞ্জ মেডিকেল কলেজে মেধা ও অংকন। বগুড়া মেডিকেল কলেজে আশা, জুথি, জেরিন ও নখবাত তাবাসসুম রাইয়ান। পাবনা মেডিকেল কলেজে তিথি, তানজিলা ও মামুনি। নওগাঁ মেডিকেল কলেজে শুভ রায়। সিলেট মেডিকেল কলেজে রুমাইয়া।  গোপালগঞ্জ মেডিকেল কলেজে আল আমিন। ময়মনসিংহ মেডিকেল কলেজে শেখ মাঈন। 

সলিমুল্লাহ মেডিকেল কলেজে রিয়াদ ও  তৌফিকা। সাতক্ষীরা মেডিকেল কলেজে আরিফ মুহাইমিন ও প্রিয়াঙ্কা। তাজউদ্দীন  মেডিকেল কলেজে মারজানা। কিশোরগঞ্জ মেডিকেল কলেজে জাফরুন্নেসা।  সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে সোহানী মণ্ডল রাধা ও আতিয়া। কুষ্টিয়া মেডিকেল কলেজে হৈমন্তী এবং যশোর মেডিকেল কলেজে মুমতামিম মাহবুব রুহান। 

এ ব্যাপারে কলেজটির অধ্যক্ষ আবুল কালাম আজাদ জানান, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের আন্তরিকতার কারণে এ ফলাফল অর্জিত হয়েছে। এখান থেকে গত বছর ৫২ জন শিক্ষার্থী বিভিন্ন মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছিল। মূলত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিবছর  মেডিকেল ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ধারাবাহিক সফলতা ধরে রাখা সম্ভব হচ্ছে বলে জানান তিনি। 

উল্লেখ্য, প্রতিষ্ঠানটি থেকে ২০২৪ সালে ৫২ জন, ২০২৩ সালে ৩৫ জন, ২০২২ সালে ৩৯ জন, ২০২১ সালে ৪০ জন, ২০১৯ সালে ৩৬ জন ও ২০১৮ সালে ৩৮ জন শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পায়।  

চলতি বছর প্রতিষ্ঠানটি থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিজ্ঞান বিভাগে ২৬২ জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ২৫৫ জন। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি