ঢাকা, বৃহস্পতিবার   ০৭ নভেম্বর ২০২৪

মেডিকেলের ছাত্রকে গুলি করা সেই শিক্ষক বরখাস্ত

সিরাজগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ১৫:২৯, ৬ মার্চ ২০২৪ | আপডেট: ১৬:১৩, ৬ মার্চ ২০২৪

সিরাজগঞ্জে চাঞ্চল্যকর শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ ছাত্র আরাফাত আমিন তমালকে গুলি করা সেই শিক্ষক ডা. রায়হান শরীফকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বুধবার (৬ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব দূর-রে শাহওয়াজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে সাময়িক বরখাস্তের আদেশ দেয়া হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের প্রভাষক ডা. মোঃ রায়হান শরীফ (২১৩৮৯২) ফৌজদারি অপরাধে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক গ্রেফতার হওয়ায় তাঁকে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরাখাস্তকালীন তিনি বিধি মোতাবেক খোরপোষ ভাতাপ্রাপ্ত হবেন।

বুধবার দুপুরে কলেজের অধ্যক্ষ ডা. আমিরুল হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, ছাত্রদের দাবি ছিল অপরাধী শিক্ষক ডা. রায়হান শরীফ যেন কলেজে হতে বহিষ্কার হয়। ইতিমধ্যে তাকে সাময়িক বরখাস্তের চিঠি এসেছে। 

সোমবার বিকালে আরাফাত আমিন তমালকে গুলি করেন ডাক্তার রায়হান শরীফ। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বিচার চেয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এরপর সন্ধ্যায় তাকে আটক করে পুলিশ। তার কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়। 

পরে তার বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগীর বাবা। এছাড়া অবৈধ অস্ত্র রাখায় পুলিশ আরেকটি মামলা করে। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি