ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

মেডিক্যালের শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪৭, ২৫ নভেম্বর ২০১৭ | আপডেট: ২০:২৯, ২৬ নভেম্বর ২০১৭

আর্থিকভাবে অসচ্ছল মেডিক্যাল কলেজে পড়ুয়া শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি ঘোষণা করেছে ওরিয়ন ফার্মা ওয়েলফেয়ার ট্রাস্ট। দেশের সকল সরকারি মেডিক্যাল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

যেভাবে আবেদন করবেন:

ওরিয়ন ফার্মার ওয়েব সাইট থেকে আবেদনপত্রটি সংগ্রহ করে যথাযথভাবে পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র সহ মেডিক্যাল সাভিসেস ডিপার্টমেন্ট, ওরিয়ন ফার্মা ওয়েলফেয়ার ট্রাস্ট, ওরিয়ন হাউজ, ১৫৩-১৫৪, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮-এই ঠিকানায় পাঠাতে হবে।

যেসব কাগজপত্র পাঠাতে হবে:

নিজ মেডিক্যাল কলেজের অধ্যক্ষের প্রত্যয়নপত্র, পূরণকৃত আবেদনপত্র, জাতীয় পরিচয়পত্র/স্মার্ট কার্ড এর ফটোকপি, অভিভাবকের বাৎসরিক আয়ের সনদ, পাসপোর্ট সাইজের দুই কপি সত্যায়িত ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ও নম্বরপত্রের সত্যায়িত ফটোকপি এবং নিজ মেডিক্যাল কলেজ থেকে রেজিস্ট্রেশনের সত্যায়িত ফটোকপি।

আবেদনের সময়সীমা:

আগ্রহী শিক্ষার্থীদের আগামী ১০ জানুয়ারি ২০১৮ সালের মধ্যে আবেদন পাঠাতে হবে।

 

বিস্তারিত জানতে বিজ্ঞাপন দেখুন


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি