মেধা অনুযায়ী বিভাগ না পাওয়ায় নীলক্ষেতে শিক্ষার্থীদের বিক্ষোভ
প্রকাশিত : ১৬:০২, ৩০ জানুয়ারি ২০১৮
ভর্তি পরীক্ষায় ইউনিট পরিবর্তন করে চান্স পাওয়া শিক্ষার্থীরা মেধাক্রম অনুযায়ী সাবজেক্ট না পাওয়ায় রাজধানীর নীলক্ষেত মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে সাত কলেজে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার বেলা ১২টা থেকে রাজধানীর নীলক্ষেত মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। এ সময় নীলক্ষেত, নিউমার্কেটসহ এর আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। ২ ঘন্টা পর শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।
আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়ে ইউনিট পরিবর্তন করার পর মেধাক্রম অনুযায়ী সাবজেক্ট পাচ্ছেন না । এসময় শিক্ষার্থীরা দ্রুত ভর্তি প্রক্রিয়া শুরু করাও দাবি জানায়।
আন্দোলনের কারণ হিসেবে শিক্ষার্থীরা বলেন, যারা বিজ্ঞান এবং বাণিজ্য অনুষদ থেকে কলা অনুষদে পরীক্ষা দিয়েছে তাদের আসন খালি থাকা সত্ত্বেও আসন দেওয়া হচ্ছে না। বরং যারা বিজ্ঞান বিভাগ থেকে কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে পরীক্ষা দেন নি তাদের আসন দেয়া হচ্ছে। যার ফলে পরীক্ষা দেয়া সত্ত্বেও বিজ্ঞান ও বাণিজ্য ইউনিট থেকে কলা অনুষদে পরীক্ষা দেয়া শিক্ষার্থীরা কোনো বিষয়ে ভর্তির সুযোগ পাচ্ছে না।
টিআর / এআর
আরও পড়ুন