ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

মেমোরি কার্ড কেনার আগে জেনে নিন ৩ বিষয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫১, ১৬ জুলাই ২০১৮

ডিভাইসে বাড়তি তথ্য সংরক্ষণে মেমোরি কার্ড খুবই প্রয়োজনীয় যন্ত্রাংশ। মোবাইল ফোন, ট্যাবলেট কম্পিউটার, ক্যামেরা, টেলিভিশন, মিডিয়া প্লেয়ার ইত্যাদিতে মেমোরি কার্ড ব্যবহার করা যায়। মেমোরি কার্ডে প্রায় সব ধরনের ডাটা স্টোর করা যায়। মেমোরি কার্ডে সাধারণত গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ও ফাইল সংরক্ষিত রাখা হয়। আকারে ছোট হওয়ায় এটি সহজে বহনযোগ্য। ফলে তথ্য সংরক্ষণে মেমোরি কার্ড জনপ্রিয়ও বটে। কিন্তু জনপ্রিয় এ মেমোরি কার্ড কেনার সময় আপনি হয়তো প্রায়ই দ্বিধার মধ্যে পরে যান। কেননা আলাদা আলাদা মডেল রয়েছে আর সঠিক মডেল এবং টার্মের দিকে বিশেষ গুরুত্ব রাখার প্রয়োজনীয়তা রয়েছে। যেমন-তেমন কোনো কার্ড কিনলে মনপুত পারফরমেন্স পাওয়া যায় না। ফলে মেমোরিকার্ড ব্যবহার করে ক্ষতিগ্রস্ত হচ্ছেন অনেকেই। এজন্য সঠিক পারফরমেন্সের জন্য সঠিক মেমোরি কার্ড কেনার বিষয়ে কিছু টিপস দেওয়া হলো-

উপযুক্ত মেমোরি কার্ড নির্বাচন

যেকোনো মাইক্রো এসডি কার্ড যেকোনো মাইক্রো এসডি স্লটে সহজেই লাগানো গেলেও সব ফরম্যাট সব ধরনের ডিভাইজে কাজ করবে না। জেনে রাখা ভালো, তিনটি আলাদা কার্ড ফরম্যাট রয়েছে। এগুলো আলাদা স্ট্যান্ডার্ড এবং আলাদা ক্যাপাসিটির ওপর তৈরি। এসডি, এসডিএইচসি এবং এসডিএক্সসি-মাইক্রোএসডি এর ক্যাপাসিটি মাত্র ২জিবি পর্যন্ত হয়ে থাকে। যেকোনো এসডি কার্ড স্লটে এটি সমর্থিত হয়। মাইক্রো এসডিএইচসি ২ জিবি থেকে ৩২ জিবি পর্যন্ত ক্যাপাসিটি সমর্থন করে। যে ডিভাইসগুলো একে সমর্থন করে, শুধু সেখানেই এই কার্ডটি চলে। আর এসডিএক্সসি স্ট্যান্ডার্ডে ৩২ জিবি থেকে ২ টেরাবাইট পর্যন্ত মেমোরি কার্ড বানানো সম্ভব। আর সাপোর্টেড ডিভাইসই শুধু এই টাইপের কার্ড কাজে লাগাতে পারে। তাই নতুন মেমোরি কার্ড কেনার সময় স্টোরেজ ক্যাপাসিটি জেনে নেওয়া প্রয়োজন। কারণ বেশিরভাগ সময় একজন ইউজার কতো ক্যাপাসিটি মেমোরি কার্ড কিনবে, সেটা সঠিকভাবে নির্ধারণ করতে পারেন না। এর ফলে প্রয়োজনের তুলনায় হাই-ক্যাপাসিটির কার্ড কিনে ব্যবহার করলে ডিভাইস স্লো হয়ে যায়।

মেমোরি কার্ডের গতি

এসডিএইচসি এবং এসডিএক্সসি মেমোরি কার্ডগুলো আলট্রা হাই স্পিড বাস ইন্টারফেসকে সমর্থন করে। এই কার্ডগুলো অনেক দ্রুত ডাটা রিড রাইট করার ক্ষমতা রাখে। আলট্রা হাই স্পিডকে সাধারণত ইউএইচএস ধরা হয়। তবে ইউএইচএস থেকে সুবিধাগুলো পেতে অবশ্যই আপনার ডিভাইস এটিকে সমর্থন করতে হবে। এছাড়া মেমোরি কার্ড কতটা ফাস্ট হবে সেটা নির্ভর করে এর ক্লাস রেটিংয়ের উপর। মোট ৪টি ক্লাস রেটিং রয়েছে, ক্লাস ২— সর্বনিম্ন ২ মেগাবাইট/সেকেন্ড স্পিড; ক্লাস ৪— সর্বনিম্ন ৪ মেগাবাইট/সেকেন্ড স্পিড; ক্লাস ৬— সর্বনিম্ন ৬ মেগাবাইট/সেকেন্ড স্পিড এবং ক্লাস ১০— সর্বনিম্ন ১০ মেগাবাইট/সেকেন্ড স্পিড প্রদান করতে সক্ষম।

নকল কার্ড থেকে সাবধান

অনেকেই কম টাকা দিয়ে বড় বড় ক্যাপাসিটি মেমোরি কার্ড কিনে ফেলেন। জেনে রাখা ভালো, সেগুলোর ক্যাপাসিটি অনেক কম হয়ে থাকে। সেইসঙ্গে ক্লাস রেটিংও ভুল থাকে। দেখবেন মাত্র ২০০ টাকা দিয়ে ৩২ জিবি মেমরি কার্ড কিনেছেন। কিন্তু ৪ জিবি ডাটা লোড করার পরে ক্যাপাসিটি শেষ শো করবে বা প্যাকেটের গায়ে বা কার্ডের ফেক স্পিড রেটিং করা থাকে।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি