ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মেস থেকে চিকিৎসকের মরদেহ উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫০, ১৭ অক্টোবর ২০২১

Ekushey Television Ltd.

শনিবার রাতে রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জ এলাকার একটি বাসা থেকে জয়দেব কুমার দাস নামের এক চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

খিলক্ষেত থানার ওসি মুন্সি সাব্বির আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, নিকুঞ্জ-২-এর ১৫ নম্বর সড়কের একটি ফ্ল্যাট বাড়ির কক্ষ থেকে দুর্গন্ধ আসছিল। পরে অনুসন্ধানে ঘটনাস্থলে পৌঁছে কক্ষের দরজা ভেঙে খাট থেকে ওই চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়।

ওসি সাব্বির বলেন, নিহত চিকিৎসক সিলেট ওসমানী মেডিকেল কলেজ থেকে পাস করেছেন। মরদেহটি যেখান থেকে উদ্ধার করা হয়েছে, সেখানে চিকিৎসকরা মেস করে থাকতেন।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি