ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

মেসি ও সুয়ারেজের হ্যাটট্রিকে ভ্যালেন্সিয়াকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা

প্রকাশিত : ১৪:০১, ৪ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৪:০১, ৪ ফেব্রুয়ারি ২০১৬

কোপা দেল রে তে মেসি ও সুয়ারেজের হ্যাটট্রিকে ভ্যালেন্সিয়াকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। ন্যু ক্যাম্পে খেলার ৭ মিনিটে নেইমারের পাসে সুয়ারেজ গোল করে দলকে ১-০তে  এগিয়ে দেন। ১২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সুয়ারেজ। ২৯ মিনিটে মেসি গোল করলে প্রথমার্ধেই ৩-০ তে এগিয়ে যায় বার্সা। খেলার ৫৮ ও ৭৪ মিনিটে মেসি আরো দুইটি গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করার পাশাপাশি দলকে এগিয়ে দেন ৫-০ তে। এরপর ৮৩ ও ৮৮ মিনিটে সুয়ারেজ নিজের তৃতীয় ও চতুর্থ গোল করলে ৭-০ তে বিশাল জয় পায় কাতালানরা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি