ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

মেসি ক্লান্ত : বার্সা কোচ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৯, ১৬ অক্টোবর ২০১৭ | আপডেট: ১২:১৯, ১৬ অক্টোবর ২০১৭

ক্লাব ও জাতীয় দলের হয়ে সাম্প্রতিক সময়ে দারুণ ফর্মে রয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। তবে এ মুহুর্তে মেসিকে কিছুটা ক্লান্ত বলে মনে করছেন বার্সেলোনা কোচ এরনেস্তো ভালভেরদে।

কদিন আগেই ইকুয়েডরের মাঠে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে হ্যাটট্রিক করে আর্জেন্টিনাকে বিশ্বকাপের টিকিট পাইয়ে দিয়েছেন মেসি। তবে শনিবার আতলেতিকো মাদ্রিদের মাঠে প্রাণপন চেষ্টা করেও গোলের দেখা পাননি বার্সা তারকা। তার ফ্রি-কিকে বল পোস্টে লেগেও চলে এসেছে একবার। পোস্টে না লাগলে এবারের লিগে গোলসংখ্যা ১২ হয়ে যেত আর্জেন্টিনা অধিনায়কের।

চলতি বছরেব টানা খেলার মধ্যে আছেন লিওনেল মেসি। পাঁচ বারের বর্ষসেরা ফুটবলার মেসির মাঝে তাই ক্লান্তি আসা স্বাভাবিক বলে মনে করেন ভালভেরদে।

ভালভেরদে বলেন, ‘আমি একমত, এই ম্যাচগুলো খেলার পর লিও ক্লান্ত। কিন্তু আমি জানি, যেকোনো পরিস্থিতিতে সে সবসময় সাড়া দেবে।’

অ্যাথলেটিকোর মাঠে ড্রয়ে চলতি লা লিগায় মেসিদের জয়রত থেমে গেছে। তবে পয়েন্ট টেবিলের শীর্ষেই আছে বার্সেলোনা। আট ম্যাচে তাদের পয়েন্ট ২২। ৫ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। সূত্র: সনি ইএসপিএন|

 

এমআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি