ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫

মেসি-মারিয়ার গোলে এগিয়ে থেকেই বিরতিতে আর্জেন্টিনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০২, ১৮ ডিসেম্বর ২০২২

ইনজুরিতে পড়ে বিশ্বকাপের নকআউট পর্বের ম্যাচগুলোতে মাঠে নামতে পারেননি অ্যাঞ্জেল ডি মারিয়া। কিন্তু দলে যে তিনি কতটা গুরুত্বপূর্ণ, তা আবারো প্রমাণ করলেন শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচে এসেই। 

পুরোপুরি ফিট হয়ে ফ্রান্সের বিপক্ষে মাঠে নেমে প্রথমে আর্জেন্টিনাকে এনে দিয়েছিলেন পেনাল্টি। সেখান থেকে গোল করে দলকে এগিয়ে নিয়েছিলেন লিওনেল মেসি। পরে ডি মারিয়া নিজেই করলেন দুর্দান্ত এক গোল। 

আর তাতেই ২-০ ব্যবধানে এগিয়ে গেল আর্জেন্টিনা। মেসির পর ডি মারিয়ার গোলে শিরোপার লড়াইয়ে প্রথমার্ধেই বেশ এগিয়ে গেল লা আলবিসেলেস্তরা।

রোববার (১৮ ডিসেম্বর) দোহার লুসাইল আইকনিক স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপের ২২তম আসরের ফাইনাল ম্যাচে শুরু থেকেই ফ্রান্সের ওপর ছড়ি ঘুরিয়ে যাচ্ছে আকাশি-সাদারা। মুহুর্মুহু আক্রমণে ফ্রান্সের রক্ষণের বিপদসীমায় ত্রাস ছড়িয়ে যান মেসি-ডি মারিয়ারা।

ম্যাচের শুরু থেকেই বাম পাশ দিয়ে বেশিরভাগ আক্রমণে উঠেছে আর্জেন্টিনা। তার সুবাদে ২১তম মিনিটে ডি মারিয়া আক্রমণে বল নিয়ে এগিয়ে যান ফ্রান্সের দিকে। কিন্তু ফ্রান্সের ফরোয়ার্ড উসমান ডেম্বেলে তাকে ডি-বক্সের মধ্যে ফেলে দিলে পেনাল্টি পায় আর্জেন্টিনা। 

যা থেকে গোল আদায় করতে বিন্দু মাত্র ভুল করেননি এ যুগের ম্যারাডোনা খ্যাত লিওনেল মেসি। সেইসঙ্গে ২৩তম মিনিটেই ১-০ ব্যবধানে এগিয়ে যায় আলবিসেলেস্তেরা। পাশাপাশি ১১ গোল নিয়ে ছাড়িয়ে গেলেন স্বদেশি লিজেন্ড বাতিস্তুতাকেও।

এরপর কোণঠাসা ফ্রান্সের বিপক্ষে ব্যবধান বাড়াতে দেরি করেনি আকাশি-সাদারা। ৩৬তম মিনিটেই মেসির বাড়ানো বল ধরে দুই ডিফেন্ডারকে কাটিয়ে মারিয়াকে পাস দেন আলভারেজ। যা থেকে লক্ষ্যভেদ করতে একটুও ভুল করেননি ১২ মিনিট আগেই পেনাল্টি পাইয়ে দেয় ডি মারিয়া। 

যার ফলে প্রথমার্ধেই ২-০ ব্যবধানে এগিয়ে থাকলো আর্জেন্টিনা।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি