ঢাকা, মঙ্গলবার   ১৮ জুন ২০২৪

মেসি-মার্টিনেজের নৈপুণ্যে বড় জয় আর্জেন্টিনার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২১, ১৫ জুন ২০২৪

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বড় জয় পেয়েছে আর্জেন্টিনা। লিওনেল মেসির জোড়া গোলে গুয়াতেমালাকে ৪-১ এ হারিয়েছে আলবিসেলেস্তেরা।

ওয়াসিংটনের ফেডেক্স ফিল্ডে শুরুতে অবশ্য গোল হজম করে আর্জেন্টিনা। ৪ মিনিটে নিজেদের জালেই বল জড়িয়ে নেন ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ। 

তবে এই লিড ৮ মিনিটের বেশি স্থায়ী হয়নি। ১২ মিনিটে দলকে সমতায় আনেন মেসি। গুয়াতেমালা রক্ষণের ভুলে বক্সের ভেতর পল পেয়ে যান মেসি। এই সুযোগ কাজে লাগাতে ভুল করেননি আর্জেন্টাইন মহাতারকা। দারুণ ফিনিশিংয়ে বল জালে জড়িয়ে আর্জেন্টিনাকে ম্যাচে ফেরান তিনি।

৩৯ মিনিটে পেনাল্টি থেকে আর্জেন্টিনাকে এগিয়ে দেন লাওতারো মার্টিনেজ। বক্সের ভেতর ভ্যালেন্টিন কার্বোনি ফাউলের শিকার হলে পেনাল্টি পায় আর্জেন্টিনা। তবে পেনাল্টি শটটি নিজে না নিয়ে লাওতারো মার্টিনেজকে সুযোগ করে দেন মেসি। লক্ষ্যভেদ করে আর্জেন্টিনাকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন ইন্টার মিলান স্ট্রাইকার।

বিরতির পরও একটি করে গোল পেয়েছেন মার্টিনেজ ও মেসি। ৬৬ মিনিটে মার্টিনেজ জোড়া পূর্ন করার পর ৭৭ মিনিটে দ্বিতীয়বারের মতো গোলের দেখা পান লিওনেল মেসি।

তাতে ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আলবিসেলেস্তেরা।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি