মেসি-রোনাল্ডোকে গুরু মানেন হ্যারি কেন
প্রকাশিত : ১০:৪৩, ৭ জুলাই ২০১৮ | আপডেট: ১০:৪৩, ৭ জুলাই ২০১৮
দু’জনের কেউই আর এই বিশ্বকাপে নেই। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসি। কিন্তু রাশিয়ায় না থেকেও তাঁরা দু’জনই এমন এক জনের মনের মধ্যে আছেন, যিনি বিশ্বকাপে সোনার বুটের দাবিদার। তিনি আর কেউ নন। ইংল্যান্ডের জয়ের হ্যারি কেন।
সুইডেন ম্যাচের চব্বিশ ঘণ্টা আগে সাংবাদিক সম্মেলন করতে এসে ইংল্যান্ড অধিনায়ক বলে গেলেন, ‘‘কারও ক্ষমতা নেই মেসি বা রোনাল্ডোর নাম মুছে দেওয়ার। বিশ্বকাপে না থাকলেও এই দু’জনই বিশ্বসেরা। ওদের দেখেই আমরা অনুপ্রাণিত হই। ওদের উচ্চতায় পৌঁছানোই আমাদের লক্ষ্য থাকে।’’
ফুটবল পণ্ডিতেরা মনে করছেন, টটেনহ্যামের স্ট্রাইকার শনিবার সুইডেনের বিরুদ্ধেও আরও ভাল কিছু করতে চেষ্টা করবেন। হ্যারি কেন নিজের মুখেও বললেন সে কথা, ‘এখন পর্যন্ত যা যা করতে পেরেছি তাতে আমি খুশি। কিন্তু আমি চাই আরও ভাল কিছু। ফুটবল জীবনে ওদের মতো সাফল্য পাওয়াই আমার লক্ষ্য। আপাতত সুইডেন ম্যাচ। ’
কেনের ইংল্যান্ড কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে শেষ আটে উঠেছে। ২০০৬ সালের পর প্রথম কোনও বড় ফুটবল প্রতিযোগিতায় ইংরেজরা কোয়ার্টার ফাইনালে পৌঁছাল। আর বিশ্বকাপে আটবার টাইব্রেকারে যাওয়া ম্যাচে মাত্র দু’বার জিতল ইংলিশরা। অবশ্য শনিবার সুইডেনকে হারাতে পারলে ১৯৯০ সালের পরে প্রথম তারা বিশ্বকাপের সেমিফাইনালে খেলবে।
এমজে/