ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

মেসি-সুয়ারেজ-মাশচেরানোকে বাড়তি ছুটি দিয়েছে বার্সা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৪, ২৬ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১৪:৩৭, ২৬ ডিসেম্বর ২০১৭

এল ক্লাসিকোতে চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে বেশ ফুরফুরে মেজাজে আছে বার্সেলোনা। ক্লাসিকো জয়ের দুই তারকা লিওনেল মেসি ও লুইস সুয়ারেজর পাশাপাশি হ্যাভিয়ের মাশচেরানোকে বাড়তি ছুটি দিয়েছে কাতালান ক্লাবটি।

এক বিবৃতিতে বার্সেলোনা জানায়, এফসি বার্সেলোনা এখন বড়দিনের ছুটিতে আছে। বার্নাব্যুতে শেষ বাঁশি বাজার এবং ৩-০ ব্যবধানে রিয়াল মাদ্রিদের বিপক্ষে জয় পাওয়ার পর থেকেই খেলোয়াড়দের উৎসবের ছুটি শুরু হয়েছে। ৩০ ডিসেম্বর অনুশীলনে যোগ দেওয়া পর্যন্ত এটি চলবে। লুইস সুয়ারেজ, লিও মেসি এবং হাভিয়ে মাচেরানোকে নতুন বছরের ২ জানুয়ারি সতীর্থদের সঙ্গে অনুশীলনে যোগ দেয়ার জন্য ক্লাব অনুমতি দিয়েছে।

 

সূত্র : গোলডটকম

এমআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি