ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

মেসি-সুয়ারেসের গোলে সেমিতে বার্সা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩৫, ২৬ জানুয়ারি ২০১৮ | আপডেট: ১২:০৯, ২৭ জানুয়ারি ২০১৮

নিজেদের মাঠে বার্সেলোনাকে হারিয়ে অভাবনীয় কিছুর সম্ভাবনা জাগিয়েছিল এস্পানিওল। তবে ফিরতি পর্বে লিওনেল মেসি-লুইস সুয়ারেসদের সামনে বাধা হয়ে দাঁড়াতে পারেনি দলটি। আক্রমণ ভাগের দুই তারকার গোলে কোপা দেল রের সেমি-ফাইনালে উঠেছে গতবারের চ্যাম্পিয়নরা।

এস্পানিওলের মাঠে ১-০ গোলে হেরে যাওয়া বার্সেলোনা কাম্প নউয়ে ফিরতি লেগে ২-০ ব্যবধানে জিতেছে। দুই লেগ মিলিয়ে ২-১ অগ্রগামিতায় শেষ চারে উঠেছে এরনেস্তো ভালভেরদের দল।

বৃহস্পতিবার রাতে প্রথম ২৫ মিনিটের মধ্যেই দুবার জালে বল পাঠিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় বার্সেলোনা।

নবম মিনিটে ডান দিক থেকে আলেইশ ভিদালের দারুণ ক্রস ছয় গজ বক্সে পেয়ে হেডে প্রথম গোলটি করেন সুয়ারেস। ১৬ মিনিট পর ডিফেন্ডারদের ভুলের সুযোগে ডি-বক্সের বাইরে বল ধরে কিছুটা আড়াআড়ি গিয়ে বাঁ-পায়ের জোরালো শটে ব্যবধান দ্বিগুণ করেন মেসি।
৬৮তম মিনিটে আন্দ্রেস ইনিয়েস্তাকে বসিয়ে এ মাসেই লিভারপুল থেকে ১৬ কোটি ইউরো ট্রান্সফার ফিতে আসা ফিলিপে কৌতিনিয়োকে নামান কোচ। বার্সেলোনার জার্সিতে অভিষেকের এক মিনিটের মাথায় ফ্রি-কিক আদায় করে নেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার।

৭৯তম মিনিটে প্রায় ২৫ গজ দূর থেকে মেসির নিচু শট একটুর জন্যে লক্ষ্যভ্রষ্ট হয়। আর শেষ দিকে আর্জেন্টাইন ফরোয়ার্ডের আরেকটি প্রচেষ্টা পোস্টে লাগলে ব্যবধান আর বাড়েনি।
স্প্যানিশ ফুটবলের দ্বিতীয় সেরা এই প্রতিযোগিতায় সেমি-ফাইনালে ওঠা বাকি তিন দল হলো সেভিয়া, ভালেন্সিয়া ও লেগানেস।

এসএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি