ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মেসি হ্যাটট্রিক করবে বিশ্বাস মাশরাফির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৩, ২১ জুন ২০১৮

Ekushey Television Ltd.

ছোট থেকেই ডিয়েগো ম্যারাডোনার ভক্ত টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। কালের বিবর্তনে লিওনেল মেসিও হয়ে উঠেছেন মাশরাফির ফুটবল নায়ক। আর আর্জেন্টিনার সমর্থন তো করেন সেই ছোট্ট মাশরাফি থেকেই। কিন্তু চলতি বিশ্বকাপে প্রত্যাশিত শুরু করতে পারেনি মেসির আর্জেন্টিনা। তুলনামূলক দুর্বল আইসল্যান্ডের সাথে ১-১ গোলে ড্র করে বাজে শুরু করেছে দলটি। আজ বৃহস্পতিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে সাম্পাওলির শিষ্যরা।

ম্যাচের আগে চিন্তিত ভক্ত-সমর্থকদের যেন মেসির হয়েই অভয় বাণী শোনালেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি। তার মতে ক্রোয়েশিয়ার বিপক্ষে একাই ম্যাচ জেতাবেন মেসি। এমনকি হ্যাটট্রিকও করতে পারেন ফুটবলের এই যাদুগর। এমন আশার বাণী সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এতে দেখা যায়, মাশরাফি বলছেন, ‘কালকে মেসি একাই শেষ করে দেবে ক্রোয়েশিয়াকে, শেষ। মিনিমাম দুইটা তো শিওর, হ্যাটট্রিকও হইতে পারে। এসিস্ট-মেসিস্ট বুঝি না। দুইটা গোল তো করবেই, তিনটাও হইতে পারে। ক্রোয়েশিয়া ফিনিশ, যাও!’

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি