ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘মেসিই পার্থক্য গড়ে দেবেন’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২০, ১৫ ডিসেম্বর ২০২২

Ekushey Television Ltd.

দেখতে দেখতেই শেষ হয়ে এলো ফিফা বিশ্বকাপ ফুটবল-২০২২। ইতোমধ্যেই চূড়ান্ত হয়ে গেছে কাতার বিশ্বকাপের দুই ফাইনালিস্ট। মরক্কোকে হারিয়ে ফাইনালে উঠেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স। যেখানে তাদের প্রতিপক্ষ দুর্দান্ত আর্জেন্টিনা।

প্রতিপক্ষের সেরা তারকা লিওনেল মেসিই ভাবাচ্ছে ফ্রান্সের তারকা অ্যাতোয়ান গ্রিজম্যানকে। মেসির বিপক্ষে বিশ্বকাপের ফাইনালে খেলাটা মোটেও সহজ হবে না বলেই জানিয়েছেন এই ফরাসি ফরোয়ার্ড।

বিশ্বকাপ ইতিহাসে টানা দুইবার চ্যাম্পিয়ন হওয়ার নজির আছে কেবল ইতালি ও ব্রাজিলের। এই দুই দলের সঙ্গে নাম লেখানোর সুযোগ এসেছে ফরাসিদের সামনে। তবে ফাইনালে প্রতিপক্ষের কারণে কাজটা যে কতটা কঠিন জানেন গ্রিজম্যান।

মরক্কোকে হারানোর পর সংবাদ সম্মেলনে মেসির এই বার্সা সতীর্থ জানান, তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জের নাম মেসি। গ্রিজম্যান বলেন, ‘যেকোনো দলেরই মেসির বিপক্ষে খেলা ভিন্ন ব্যাপার। আর্জেন্টিনা যেসব ম্যাচ খেলেছে, আমরা দেখেছি। আমরা জানি তারা কীভাবে খেলে। তারা খুবই কঠিন প্রতিপক্ষ। তাদের দেখে ফর্মের তুঙ্গে মনে হচ্ছে। শুধু মেসিই না, তাকে ঘিরে পুরো দলটিই এখন শক্তিশালী।’

এবার কাতার বিশ্বকাপে সবচেয়ে বেশি দর্শক খেলা দেখতে গিয়েছে আর্জেন্টিনা থেকে। জনপ্রিয় দলটির বিপক্ষে খেলতে গেলে গ্যালারির প্রবল জনস্রোতের চাপও সামলাতে হবে, সেটাও আছে ফরাসী ফরোয়ার্ডের মাথায়।

তিনি বলেন, ‘আমরা জানি এটা খুব কঠিন ম্যাচ হতে যাচ্ছে, তারা দর্শকদের সমর্থনও পাবে। আমরা কাল (বৃহস্পতিবার) থেকে প্রস্তুতি শুরু করবো। দেখা যাক কীভাবে তাদের আঘাত করতে পারি। আমরা খুব ভালো প্রস্তুতি নেব।’

পরিশেষে গ্রিজম্যান এটাও বললেন, ‘তবে আর্জেন্টিনা দলে একজন মেসি আছেন, যিনি ফ্রান্স এবং আর্জেন্টিনার মধ্যে পার্থক্য গড়ে দিতে পারেন।’

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি