ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মেসিই বিশ্বসেরা অধিনায়ক: রুহো

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২০, ২৭ জুন ২০১৮

Ekushey Television Ltd.

তখন প্রথমার্ধ শেষ হয়েছে। আর্জেন্টিনা ১-০ গোলে এগিয়ে। কিন্তু জয় নিশ্চিত করতে আরও অন্তত একটি গোল করা দরকার। এরইমধ্যে বিরতিশেষে মাঠে আসতে থাকেন মেসি-মাসচেরানোরা। টানেলের মুখে আসতেই মেসি সবাইকে ডেকে দিলেন মন্ত্র। আকাশি-সাদা জার্সির আবেগের কথাটা বলছিলেন সতীর্থদের। বলছিলেন, কিছুতেই ভেঙ্গে পড়া যাবে না। ৯০ মিনিট পর্যন্ত দম রাখতে হবে। সেই দম ম্যাচের ৯৪ মিনিট পর্যন্ত ধরে রেখেছিলেন মার্কোস রোহোর।

খেলা শেষ হওয়ার মাত্র ৪মিনিট আগে রোহোর গোলেই তো দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হয় মেসিদের। তাই শেষ পর্যন্ত ম্যাচের নায়ক মার্কোস রোহো। তবে রোহো যদি নায়ক হন, মেসি যে কাল ছিলেন মহানায়ক। কি মাঠে, কি নেতৃত্বে। সর্বত্রই সফল মেসি। আর তাতেই মেসির প্রশংসায় পঞ্চমুখ মার্কোস রোহোরা।

এমন ম্যাচের পরও রোহো নিজে কিন্তু কৃতিত্ব নিলেন না। বললেন, মেসিই আজ তাঁদের ‘আর্জেন্টিনার মতো’ খেলতে অনুপ্রাণিত করেছে। মাঝবিরতি শেষে মাঠে নামার আগে টানেলে সবাইকে ডেকে নিয়ে মেসি মন্ত্র দিলেন। মেসি এমন উজ্জীবনা বাণী দিচ্ছেন সতীর্থদের, আগে কে কবে দেখেছে! রোহো জানালেন, কী মন্ত্র তখন পড়ে দিয়েছিলেন মেসি, ‘মেসি এসে বলল, আমরা সবাই যেন শান্ত থাকি। কেউ যেন উদ্বেগে না ভুগি। আমরা সত্যি নার্ভাস ছিলাম। ওর ওই কথাগুলো খুব কাজে এসেছে। বিশেষ করে আমার জন্য। আমার আত্মবিশ্বাস এক পলকে বেড়ে গিয়েছিল।’

গতকালকের ম্যাচ জেতানো সেই গোল রোহোকে ফিরিয়ে আনবে কি না, সেটা কে জানে। তবে পড়তি ফর্মে যে আগুন মেসি লাগিয়ে দিয়েছে, তা জ্বলে উঠবেই। যেমনটা ছিলেন চার বছর আগের বিশ্বকাপে। রোহো আত্মবিশ্বাসী। আর এই রসদ যে অধিনায়ক দিয়েছেন, তাঁর প্রতি কৃতজ্ঞার শেষ নেই। তাইতো ম্যাচপরবর্তী বলেছেন, ‘মেসি আমাদের অধিনায়ক। মেসি বিশ্বসেরা অধিনায়ক। ও আমাদের জ্বালিয়ে দিয়েছে।’

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি