ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মেসিকে চ্যালেঞ্জ করতে বন্ধুর পরামর্শ!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০১, ১৯ জুন ২০১৮

Ekushey Television Ltd.

গ্রুপ লিগের পরের ম্যাচে মুখোমুখি আর্জেন্টিনা এবং ক্রোয়েশিয়া। সেই ম্যাচে মেসিকে আটকানোর জন্য ছক তৈরি করছেন ক্রোয়েশিয়ার কোচ। স্ট্র্যাটেজি তৈরি করতে মেসির বার্সেলোনার সতীর্থ ইভান রাকিটিচের সাহায্য নিচ্ছেন তিনি। মেসির বন্ধুর কাছ থেকে পরার্শ নিয়ে মেসিকেই রূখতে চাই ক্রোয়েশিয়া।

মেসিকে আটকাতে ক্রোয়েশিয়া কোচের বড় ভরসা ইভান র‍্যাকিটিচ। গ্রুপ লিগের পরের ম্যাচে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। সেই ম্যাচ সাম্পাওলির দলের কাছে কার্যত ডু অর ডাই। হাইভোল্টেজ ম্যাচে মেসিকে আটকানোর ছক বার করতে বসে পড়েছেন ক্রোয়েশিয়ার কোচ ডালিচ। আর তার সহকারির ভূমিকায় র‍্যাকিটিচ।

বার্সেলোনায় একসঙ্গে খেলেন মেসি আর র‍্যাকিটিচ। এল এম টেনের খুঁটিনাটি জানেন ক্রোয়েশিয়ান মিডফিল্ডার। আর সেগুলোই কোচকে তুলে দিচ্ছেন র‍্যাকিটিচ। শুধু র‍্যাকিটিচই নয়, রিয়ালে খেলা লুকা মদ্রিচেরও টিপস নিচ্ছেন ক্রোয়েশিয়া কোচ।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি