ঢাকা, রবিবার   ০৯ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

মেসিকে ছাড়াই ইন্টার মিয়ামির জয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৩, ৭ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে জ্যামাইকান প্রিমিয়ার লিগের দল ক্যাভালিয়ার এসসিকে ২-০ গোলে হারিয়েছে ইন্টার মিয়ামি। ক্লান্ত অনুভব করায় বৃহস্পতিবার (৬ মার্চ) রাতের এ ম্যাচে খেলেননি লিওনেল মেসি।

ইন্টার মিয়ামির হয়ে গোল দুটি করেন তাদেও আলেন্দে এবং লুইস সুয়ারেজ।

কোচ মাশ্চেরানো জানান, ক্লান্ত থাকায় মেসি খেলেননি। বিশ্রাম না দিলে সে ইনজুরিতে পড়ে যেতে পারে। তবে সুয়ারেজরা দারুণ জয় উপহার দিয়েছে।

জ্যামাইকার জাতীয় স্টেডিয়ামে আগামী বৃহস্পতিবার আবার মাঠে ফিরবে এই দুই দল। প্রতিযোগিতার বিজয়ী উঠবে কোয়ার্টার ফাইনালে।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি