ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

‘মেসিকে দলে পাওয়া সৌভাগ্যের’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৫৩, ২ জানুয়ারি ২০১৮ | আপডেট: ২৩:২৯, ২ জানুয়ারি ২০১৮

জুনে কাম্প ন্যুতে যোগ দেওয়ার পর থেকেই ভালভেরদের অধীনে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগে দারুণ খেলছে বার্সা। কাতালান ক্লাবটি ইউরোপ সেরার প্রতিযোগিতাসহ চলতি মৌসুমে ঘরোয়া ফুটবলে এখন পর্যন্ত অপরাজিত। আর দলের খেলায় বিশেষ অবদানের জন্য মেসির প্রশসংশায় পঞ্চমুখ কোচ ভালভেরদে।

সোমবার ক্লাবের ওয়েবসাইটকে দেওয়া এক সাক্ষাৎকারে কোচ এরনেস্তো ভালভেরদে বলেন, বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসিকে দলে পাওয়াটা বার্সেলোনার জন্য দারুণ সৌভাগ্যের। বড়দিনের বিরতি শেষে কাল বৃহস্পতিবার কোপা দেল রের শেষ ষোলোয় সেল্তা দে ভিগোর বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরতে যাচ্ছে মেসিরা।

ভালভেরদে বলেন, সারা বিশ্বের সেরা খেলোয়াড় হলেন মেসি। সে যতবারই বল সে স্পর্শ করে ততবারই অসাধারণ কিছু করে। তার মতো খেলোয়ারকে দলে পাওয়া আমাদের জন্য অবিশ্বাস্য এক সৌভাগ্যের।

বরাবরের মতো এ মৌসুমেও দারুণ ফর্মে আছেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার মেসি। লা লিগায় এখন পর্যন্ত সর্বোচ্চ ১৫টি গোল করেছেন তিনি।

 

আর/টিকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি