ঢাকা, মঙ্গলবার   ০১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মেসিকে ফেরানোর প্রস্তুতি নিচ্ছে বার্সেলোনা!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৩, ২০ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

লিওনেল মেসি আর বার্সেলোনা, একটা সময় দুটো পরিচয় সমার্থকই ছিল। তবে, সেই সম্পর্ক ছিন্ন হয় ২০২১সালে। দুই দশকের বেশি সময় বার্সেলোনায় কাটিয়ে ক্লাবটিকে বিদায় বলে পিএসজিতে যোগ দেন লিওনেল মেসি। পিএসজি ছেড়ে গত দেড় বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামিতে খেলছেন তিনি। ক্লাবের  কিংবদন্তি লিওনেল মেসিকে আবারও ফিরিয়ে আনার পরিকল্পনা করছে বার্সেলোনা। যা নতুন ক্যাম্প ন্যু উদ্বোধনের সাথে মিলিয়ে চমকপ্রদ এক ট্রান্সফার হতে পারে। 

৩৭ বছর বয়সী মেসি এখনো ক্লাব ও দেশের হয়ে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে যাচ্ছেন। ২০২১ সালে বার্সেলোনা আর্থিক সমস্যার কারণে মেসির সঙ্গে চুক্তি নবায়ন করতে না পারায় তিনি বিনামূল্যে ক্লাব ছাড়তে বাধ্য হন। এরপর তিনি ২০২২ সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়ে দেন এবং বর্তমানে ইন্টার মায়ামির হয়ে এমএলএস মাতাচ্ছেন।

তবে টিএনটি স্পোটর্স জানিয়েছে, বার্সেলোনা এখনো মেসিকে ফেরানোর ব্যাপারে আশাবাদী এবং ২০২৬ বিশ্বকাপের পর তার প্রত্যাবর্তনের জন্য পরিকল্পনা করা হচ্ছে। ২০২৬ সালের গ্রীষ্মে বার্সেলোনার ঐতিহ্যবাহী স্টেডিয়াম স্পটিফাই ক্যাম্প ন্যু-এর সংস্কার কাজ শেষ হওয়ার কথা রয়েছে, যা মেসির সম্ভাব্য প্রত্যাবর্তনের সঙ্গে মিলিয়ে পরিকল্পনা করা হচ্ছে।

বার্সেলোনায় থাকাকালীন মেসি ক্লাবটির হয়ে ১০টি লা লিগা ও ৪টি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছেন। তবে তাকে ফিরিয়ে আনা সহজ হবে না, তা স্বীকার করছে ক্লাব কর্তৃপক্ষ। তবুও, তার আবেগঘন পুনরাগমন নিশ্চিত করতে প্রস্তুতি শুরু করেছে কাতালান ক্লাবটি।

এদিকে, বর্তমানে মেসি মনোযোগ দিচ্ছেন ইন্টার মায়ামির হয়ে পরবর্তী ম্যাচের প্রস্তুতিতে। ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে আসন্ন ম্যাচের আগে তিনি উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন।

এমবি//


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি